রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত বুধবার আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এবার লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বিরাট কোহলি। সূত্র মারফত খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিরাট জানিয়েছেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে চান না। যদিও এখনও সরকারিভাবে নিজের সিদ্ধান্তের কথা জানাননি বিরাট। সামনেই ইংল্যান্ড সফর। তার আগে ভারতের দুই তারকা ক্রিকেটার অবসর নিলে চিন্তায় থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, কোহলিকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে কোহলি এখন কী সিদ্ধান্তে নেন সেটাই দেখার।