রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আশঙ্কাই সত্যি হল! ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল আইপিএল। বৃহস্পতিবার রাতে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন পাঠানকোট এয়ারবেসে বিস্ফোরণ হয়। তারপরেই বন্ধ হয়ে যায় ম্যাচ। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল আইপিএল বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে। সেই জল্পনাই সত্যি হল। সুত্রের খবর আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে পরবর্তীতে এই লিগ আবার শুরু হবে কিনা তা এখনই জানা যায়নি। অধিকাংশ ক্রিকেটার এই পরিস্থিতিতে আইপিএল খেলতে চাইছেন না। ফলে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।