রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার এক রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে অনবদ্য বোলিং করেছেন কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। আর দলের টানা দুটি জয়ের পরে উজ্জ্বল হয়েছে নাইটদের প্লে-অফ পৌঁছানোর স্বপ্ন। যদিও শেষ চারে পৌঁছতে গেলে, বাকি ম্যাচগুলিও জিততে হবে শাহরুখ খানের দলকে। তবে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দলের প্রত্যেকের যে সঙ্ঘবদ্ধ তা ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে গেলেন বরুণ। তিনি বলেন,”প্লে-অফে পৌঁছতে গেলে আমাদের পরের তিনটে ম্যাচই জিততে হবে। তাই বলা যায় প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনাল। এই জয় অবশ্যই দলে প্রত্যেকের মনোবল বাড়াবে। সবাই এটা ভাবতে শুরু করেছে, যে আমরা এই কাজটা করতে পারবো।”
কেকেআর শেষ পর্যন্ত ম্যাচটা জিতলেও, তাঁদের রাস্তাটা যথেষ্টই কঠিন করে দিয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে একসময় দিশেহারা হয়ে যায় নাইট ব্রিগেড। একসময় মঈন আলিকে এক ওভারে পাঁচটি ছয় মারেন তিনি। পরের ওভারে বরুণকেও প্রথম বলেই ৬ মারেন রিয়ান। ফলে পরপর ছয় বলে ছটা ছয় মারেন রাজস্থান অধিনায়ক। সেই সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বরুণ বলেন,”রিয়ান খুব ভালো একজন ব্যাটার। এদিন ও খুব ভালো ব্যাট করছিল। এটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস। আমরা ওকে দ্রুত ফেরানোর চেষ্টা করছিলাম, শেষ পর্যন্ত সেটা যে হয়েছে আমি তাতে খুশি।”
রবিবার ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফর্মে ফিরেছেন আন্দ্রে রাসেল। ম্যাচ শেষে তৃপ্ত রাসেল বলেন,”বয়স একটা সংখ্যা মাত্র। আমাদের কাছে চারটে ম্যাচই ফাইনাল। তাই এই ম্যাচটা জিততে পেরে ভালো লাগছে। তবে আমাদের সামনে তাকাতে হবে।”