Connect with us

দলের শক্তি বাড়াতে বিক্রম প্রতাপকে চাইছেন অস্কার। নজরে ভিবিনও

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪-২৫ মরশুমে আরও একবার ব্যর্থতার পর, নতুন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই রে স্পোর্টজের প্রতিবেদন মারফত আপনারা জানতে পেরেছিলেন আসন্ন মরশুমের আগেই ইস্টবেঙ্গলের অধিকাংশ বিদেশি ফুটবলারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তালিকায় রয়েছে সউল ক্রেসপো, হিজাজি মাহের, মাদিহ তালালদের নাম। একমাত্র দিমিত্রিয়স দিমানতাকোসকে রেখে দেওয়ার কথা ভেবেছে লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুজো।

শুধু তাই নয়, বিদেশীদের পাশাপাশি দেশীয় স্কোয়াদেও আমূল পরিবর্তন আনতে চাইছেন স্প্যানিশ কোচ। ইস্টবেঙ্গলের বর্তমান দেশীয় ফুটবলারদের মধ্যে অনেকেরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আবার অনেককে লোনে ছেড়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন করে দল গড়ার কথা ভাবছেন অস্কার ব্রুজো।

গত মরশুমে ইস্টবেঙ্গলের রাইট উইং পজিশনটা বেশ ভুগিয়েছে। নন্দকুমার নিজের সেরা ছন্দে নেই। তাই পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে বিক্রম প্রতাপ সিংয়ের নাম। যদিও মুম্বই সিটি এফসির সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে বিক্রম প্রতাপের। কিন্তু সূত্র মারফত খবর, মুম্বই ছাড়তে চাইছেন বিক্রম প্রতাপ। ফলে এই রাইট উইঙ্গারকে পাওয়ার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এর সঙ্গে।

এবছর ইস্টবেঙ্গলের দল গঠনের দায়িত্বে রয়েছেন থাংবোই সিংটো। সুপার কাপ চলাকালীন গ্যালারিতে বসে বিপক্ষ দলের ফুটবলারদের উপর নজর রেখেছিলেন তিনি। কলকাতায় ফিরে আসার পর আরও একবার ভুবনেশ্বরে গিয়ে, মুম্বই সিটি বনাম ইন্টার কাশী ম্যাচে চোখ রেখেছিলেন সিংটো। সেখানেই হয়তো বিক্রম প্রতাপকে দেখে নিয়েছেন তিনি।

এছাড়াও আরও এক ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। তিনি হলেন ভিবিন মহানন। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন তিনি। ডিফেন্স এবং অ্যাটাক দুদিকেই সামঞ্জস্য রেখে দলকে সাহায্য করতে পারেন ভিবিন। যদিও ভিবিনের সঙ্গে লম্বা চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার্সের। এর আগেও ভিবিনকে নেওয়ার কথা ভেবেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তখন সেই লক্ষ্য সফল হয়নি তারা।

আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে ট্রান্সফার ফি দিয়ে ভিবিনকে দলে নেওয়ার পথে এগিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে ভিবিনের তুলনায় কথাবার্তা অনেকটাই এগিয়েছে বিক্রম প্রতাপ সিংয়ের ব্যাপারে। এখন দেখার শেষ পর্যন্ত কত দ্রুত নতুন মরশুমের জন্য ফুটবলার তুলে নিতে পারে অস্কার ব্রুজোর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা