নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। শুক্রবার দুপুরেই ভুবনেশ্বরের মাটিতে পা রাখেন সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিরা। এদিন ভুবনেশ্বরে পৌঁছে অনুশীলন করার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। যেহেতু চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যেই মাঠে নামতে হবে মোহনবাগানকে, তাই ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও শুক্রবার টিম হোটেলে হালকা গা ঘামালেন সুহেল, টাইসনরা। জিম সেশন এবং সুইমিংয়ের মধ্যে দিয়েই নিজেদেরকে তরতাজা রাখছেন বাগান ফুটবলাররা।