রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্লাসিক ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জিতল মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে একাই হ্যাটট্রিক করলেন পাসাং দর্জি তামাং। ৩-০ গোলে ফাইনাল ম্যাচ জিতল ডেগি কার্ডোজোর দল। ম্যাচের প্রথম মিনিট থেকেই আধিপত্য বজায় রেখেছিল মোহনবাগান। ফলস্বরূপ ৮ মিনিটের মধ্যেই দর্জি তামাংয়ের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। ২৩ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ান দর্জি তামাং। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের শেষে সাজঘরে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে একই পরিমাণ আধিপত্য নিয়ে খেলতে থাকে ডেগি কার্ডোজোর ছেলেরা। ৫২ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তামাং। ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি মোহনবাগানের।