রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে লজ্জাজনক পরাজয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। রবিবার নিউক্যাসেলের বিরুদ্ধে ৪-১ গোলে হারল রুবেন আমোরিমের দল। এদিন ২৪ মিনিটের মাথায় স্যান্ড্রো টোনালির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৩৭ মিনিটে সমতা ফেরান গারনাচো। তবে দ্বিতীয়ার্ধে নিউক্যাসল আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি আমোরিমের ছেলেরা। জোড়া গোল করেন হার্ভে বার্নস। ৭৭ মিনিটে ব্রুনো গুইমারেসের গোলে জয় নিশ্চিত করে নিউক্যাসল ইউনাইটেড। ২০০১ সালের পর এই প্রথম ম্যান ইউকে ৪ গোলে দিল নিউক্যাসল।