নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সাংবাদিক সম্মেলনের শুরুতেই হাসিমুখে একে অন্যের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন দুই স্বদেশীয় কোচ। শনিবার আইএসএল ফাইনালে মুখোমুখি হতে চলেছেন দুই স্প্যানিশ চাণক্য। কিন্তু মেগা ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও জেরার্ড জারাগোজার সাহায্য নিয়েই সাংবাদিকদের প্রশ্ন উদ্ধার করলেন হোসে মোলিনা। অন্যদিকে, স্প্যানিশ বন্ধুকে পাশে নিয়ে ট্রফি জয়ের হুঙ্কার দিলেন বেঙ্গালুরু এফসির হেড কোচ। তবে মেগা ফাইনালে মাঠে নামার আগে খাতায় কলমে এগিয়ে রয়েছে মোহনবাগান। অন্তত সাম্প্রতিক রেকর্ড মোলিনার দলের হয়েই কথা বলছে। তবে সব কিছুকে উপেক্ষা করে শনিবারের আইএসএল ফাইনাল দুই স্প্যানিশ চাণক্যের মস্তিষ্কের মেগা ডুয়েল।
শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে খোশমেজাজে অনুশীলন সারলেন লিস্টন, মনবীররা। হাই ভোল্টেজ ম্যাচের আগে বাগান শিবির সম্পূর্ণ চাপমুক্ত। অন্তত অনুশীলন দেখে সেটাই বোঝা গেল। ফাইনালের আগে শেষ দু’দিনের অনুশীলনে সিচুয়েশন প্র্যাক্টিসের ছিটেফোঁটা নেই। শুধুমাত্র সেটপিসের উপর ভর করেই সুনীলদের আটকানোর ছক কষছেন হোসে মোলিনা। পাশাপাশি অনুশীলন শেষে প্রায় কুড়ি মিনিট পেনাল্টি শুট আউটের মহড়া দিলেন দিমিত্রি, কামিন্সরা। ফাইনালে চেনা ছকেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান বাগান কোচ। সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “আমরা সারা বছর যা করে এসেছি, এই ম্যাচেও তাই করতে চাই। এক গোলে জিতলেও আমাদের সমর্থকরা খুশি। এই সমর্থকদের জন্যই আমি ট্রফি জিততে চাই।”
অন্যদিকে, মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম করছেন সুনীল ছেত্রীরা। শুক্রবার শেষ মুহুর্তের প্রস্তুতিতে ফুটবলারদের শরীরি ভাষাই বলে দিচ্ছিল, কতটা চাপে রয়েছে বেঙ্গালুরু এফসি। রণকৌশল ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কঠিন পাহাড়ায় রুদ্ধদ্বার অনুশীলন সারলেন জেরার্ড জারাগোজা। এদিন মূলত সিচুয়েশন প্র্যাক্টিসেই জোর দিলেন বেঙ্গালুরু এফসির হেড কোচ। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন না করলেও, শুক্রবার পুরোদমে অনুশীলন করলেন রাহুল ভেকে। তবে প্রথম একাদশে থাকার সম্ভবনা নেই সুরেশের। পাশাপাশি, আক্রমণে সুনীল ছেত্রীকে রেখেই বাগান বধের ছক কষছেন জারাগোজা।