Connect with us

IPL 2025: মাঝপথে তিলককে তুলে নেওয়ার ব্যাখ্যা দিল মুম্বই শিবির। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মুম্বই ব্যাটার তিলক বর্মাকে হঠাৎই রিটায়ার্ড আউট করানো হয়। তখন তাঁর রান ছিল ২৩ বলে ২৫। তাঁর জায়গায় মাঠে নামানো হয়েছিল মিচেল স্যান্টনারকে। এই পরিবর্তনটি করেও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবারে সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। 

বড় রানের লক্ষ্যমাত্রা ধাওয়া করার সময় তিলক বর্মার মত ব্যাটারকে হঠাৎ তুলে নেওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে স্যান্টনার কখনই তিলকের বিকল্প হতে পারেন না। প্রশ্ন উঠছে অধিনায়ক হার্দিকের ভূমিকা নিয়েও। কিন্তু এই বিষয়ে হার্দিক বলেছেন, “তিলকের ব্যাটে-বলে তখন ঠিক মত হচ্ছিল না। কিন্তু জেতার জন্য আমাদের ঐ সময় চার-ছয় দরকার ছিল। সে জন্যই আমরা ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম।” তবে এই সিদ্ধান্তটিকে সঠিক মনে করছেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেছেন, “তৃতীয় উইকেট হারানোর পর সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে বেশ ভালই ব্যাট করছিল তিলক। কিন্তু চেষ্টা করলেও বড় শট নিতে পারছিল না তিলক। আমরা অপেক্ষা করছিলাম তিলকের বড় শটের কিন্তু একটা সময় আমাদের মনে হয় নতুন কাউকে নামানো দরকার। জানি এইভাবে কাউকে আউট করাটা ভাল দেখায় না। তবু কৌশলগত কারণে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা