রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচে চোট পেয়েছিলেন ভারতের তারকা জোরে বোলার জসপ্রীত বুমরাহ। সেই চোটের কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আগের থেকে এখন অনেকটা সুস্থ হলেও, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে এখনও আগের ছন্দে ফেরেন নি বুমরাহ। যেই কারণে জটিলতা রয়েই গেল বুমরাহকে নিয়ে। প্রথমে জানা গিয়েছিল, হয়ত এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারেন তিনি। কিন্তু আপাতত এমনটা না হওয়ার সম্ভাবনাই প্রবল। আইপিএলের পরেই রয়েছে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। যেই কারণেই বুমরাহকে নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ।
বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানা যাচ্ছে, “বুমরাহর চোট গুরুতর। যাতে আবারও তাঁর চোট না লাগে সেই জন্য সাবধান থাকতে হচ্ছে। আশা করা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন তিনি।”