রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অধিনায়কত্বেই খেলেছে অস্ট্রেলিয়া। তবে সেমিফাইনালে ভারতের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকেও গেছে তারা। আর ঠিক তার পরেই বড় ঘোষণা করলেন স্টিভ স্মিথ। জানালেন ক্রিকেট খেলা থেকে নিতে চাইছেন অবসর। তবে খুশির খবর হল শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের কথা জানিয়েছেন স্মিথ। টেস্ট ক্রিকেটে এখনো যে তাকে আগের মতই দেখা যাবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই।
মঙ্গলবার দুবাইতে ভারতের কাছে পরাজিত হওয়ার ঠিক পরেই ড্রেসিংরুমে নিজের সতীর্থদের প্রথম এই সিদ্ধান্তের কথা জানান স্মিথ। ৩৫ বছরের বর্ষীয়ান এই ক্রিকেটার খেলে ফেললেন তার জীবনের শেষ ওডিআই ম্যাচ। “এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল যার প্রত্যেকটা মুহূর্ত আমি ভীষণভাবে এনজয় করেছি। প্রচুর নতুন অভিজ্ঞতা এবং সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছি। এর মধ্যে দুটো বিশ্বকাপ জেতা নিঃসন্দেহে প্রথমেই থাকবে। আর আমার মনে হয় এটাই সেরা সময় পরবর্তী বিশ্বকাপের জন্যও দলকে তৈরি করে নেওয়ার। তাই সেই রাস্তাও প্রস্তুত করতে হবে। টেস্ট ক্রিকেট আমার জীবনে গুরুত্বপূর্ণ থাকবে এবং আপাতত আমার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া। সেই মঞ্চে দেওয়ার মত এখনো আমার অনেক কিছু আছে বলে আমি মনে করি” বলেন স্মিথ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পরে টি-টোয়েন্টি দলে আর দেখা যায়নি স্মিথকে। এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিলেন তিনি অর্থাৎ শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই দেখা যাবে এই অস্ট্রেলিয়ান তারকাকে। এর থেকে স্পষ্ট বোঝা যায় ২০২৭ বিশ্বকাপের আগেই নিজেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে সরিয়ে নিলেন স্মিথ। তবে দেশ চাইলে ২০২৮ এর অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফের অংশ নিতে দেখা যাবে এই ক্রিকেটারকে এমনটাই জানিয়েছেন তিনি।