রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে আয়োজক দেশ হলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে বাবর-মহম্মদ রিজওয়ানদের যেতে হয়েছিল দুবাইতে। সেখানে ভারতের বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকেও গিয়েছে তারা। তবে সামনেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ফলে আরও একবার ভারত পাকিস্তান মহরণ দেখবে গোটা ক্রিকেটবিশ্ব।
ওডিআই ফরম্যাটে এই প্রতিযোগিতা হলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে চলেছে ১৭তম এশিয়া কাপ। প্রতিযোগিতায় হবে মোট ১৯টি ম্যাচ। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। ২০২৪ সালে হয়নি এই প্রতিযোগিতা। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে এই বছর আবার হবে এশিয়া কাপ। সেপ্টেম্বরে প্রতিযোগিতা আয়োজন করার ভাবনায় রয়েছে এসিসি। তবে এবারের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ হবে বলেই খবর। এদিকে এই প্রতিযোগিতার আয়োজক দেশ ভারত। তবে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিতেও ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারত এবং পাকিস্তান, উভয়েই একে অপরের দেশে গিয়ে খেলতে রাজি নয়। যেই কারণে এসিসির মতামত অনুযায়ী ভারত এবং পাকিস্তানে আপাতত কোনও প্রতিযোগিতা দেওয়া হবে না। কিন্তু একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ এ তে রয়েছে এই দুই দেশ। এছাড়াও সেই গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ-বি তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পাশাপাশি ২০২৩ সালে এশিয়া কাপ খেলেছিল নেপাল। এবারে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই জায়গায় এবারে প্রতিযোগিতায় এসেছে হংকং এবং ওমান। এই দুই দেশকে যুক্ত করা হবে দুটি গ্রুপে। আটটি দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। সেখান থেকে পরের পর্বে পৌঁছবে দুটি করে দল। সেই চারটি দলের মধ্যে চলবে খেলা। সেখান থেকে দুটি দল উঠবে ফাইনালে। ফলে এই বছরেই আরও তিন বার ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকবে গোটা ক্রিকেট দুনিয়া।