রে স্পোর্টজের প্রতিবেদন: রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বিদর্ভ এবং কেরালা। প্রথম এবং দ্বিতীয় দিন মিলিয়ে ১২৩.১ ওভার খেলে ৩৭৯ রান করে বিদর্ভ। ১৫৩ রান করেন দানিশ মালেবর। ৮৩ করেন অভিজ্ঞ করুন নায়ারও। বল হাতে তিনটি করে উইকেটে পেয়েছেন কেরালার নিধীশ এবং টম। দুটি পেয়েছেন বাসিল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানেই তিন উইকেট হারায় কেরালা। ব্যর্থ হন দুই ওপেনার রোহন কুন্নুমাল এবং অক্ষয় চন্দ্রন। তবে আদিত্য সরওয়াতে (৬৬) এবং আহমেদ ইমরান (৩৭) মিলে ইনিংসের হাল ধরলেও যশ ঠাকুরের বলে উইকেট খোয়ান ইমরান। তাঁর জায়গায় ব্যাট করতে আসেন কেরালা অধিনায়ক শচীন বেবি। দ্বিতীয় দিনের শেষে এখনও ২৪৮ রানে পিছিয়ে রয়েছে কেরালা।