Connect with us

“আমার মধ্যে এখনও ক্রিকেট বাকি রয়েছে”: রাহানে

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু নিজেকে প্রমাণ করার দৌড়ে আপাতত বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে। টেস্ট ক্রিকেটে ফেরাটাই মূল লক্ষ্য হলেও, আপাতত মুম্বইয়ের হয়ে রঞ্জিতের ভাল পারফরম্যান্স করাকেই পাখির চোখ করেছেন তিনি। শেষ দশটি ম্যাচে বারবার নিজের জাতও চিনিয়েছেন রাহানে। তিনবার করেছেন ৯০-এর বেশি রান, একবার ৮০-র গণ্ডি টপকেছেন, আর কোয়ার্টার ফাইনালে হাঁকিয়েছেন সেঞ্চুরি।

নিজের এই অনবদ্য পারফরম্যান্স নিয়ে মুখও খুলেছেন রাহানে। বলেছেন, “আমি এখন ভাল ফর্মে রয়েছি। মুস্তাক আলি ট্রফিও খুব ভাল গেছে। ম্যাচে রান পেয়েছি আর তাই আমি খুব খুশি।” হরিয়ানাকে হারিয়ে ইতিমধ্যেই রঞ্জি সেমিফাইনালে পৌঁছেছে মুম্বই।

প্রসঙ্গত গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন রাহানে ‌ দীর্ঘ দু’বছর পরে দলে ফিরেছিলেন তিনি। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে করেছিলেন ১৩৫ রান। আর তারপরেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রাহানে। কিন্তু পরপর তিনটি ম্যাচে রান না পাওয়ায় ফের দল থেকে বাদ পড়েন তিনি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আমি ভাল পারফরম্যান্স করেছিলাম। কিন্তু তারপরই আমাকে দল থেকে বাদ দেওয়া হয়। যদিও দলে রাখা বা না রাখা নির্বাচকদের সিদ্ধান্ত, তবে আমি আমার সেরাটাই দিয়েছিলাম। অন্যদিকে ঘরোয়া ক্রিকেট আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে আর সেই কারণেই আমার মধ্যে এখনও খেলার চাহিদা বেঁচে আছে। টেস্ট ক্রিকেটের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ভবিষ্যতে কী লেখা আছে জানি না তবে আমার মধ্যে এখনও ক্রিকেট বাকি রয়েছে এটা বলতে পারি। নিজের সবটুকু দিয়েই আমি এখনও খেলছি।” বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন দীর্ঘসময় রাহানে সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছেন এবং ২০২০-২১ মরসুমের বর্ডার গাভাস্কার ট্রফিও জিতিয়েছিলেন ভারতকে। ২০২৩-এর জুলাই মাসে শেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ৩৬ বছরের এই ক্রিকেটার। এখন দেখার রঞ্জি ট্রফির সাফল্য তাঁকে ফের জাতীয় দলে জায়গা করে দিতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা