রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে খারাপ ফলাফলের পরে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আদৌ কি আর টেস্ট ক্রিকেট খেলবেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা! আর তিনি যদি সরে যান সেক্ষেত্রে কে হবেন ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক। ইতিমধ্যেই একথা শোনা গেছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিতের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চাই বিসিসিআই। এরই মাঝে শোনা যাচ্ছে দলের হেড কোচ গৌতম গম্ভীর আবার বিরাট কোহলিকে অধিনায়কের পদে ফেরাতে চাইছেন।
এমনিতে রোহিতের পরে, অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকার কথা জসপ্রীত বুমরাহর। তবে বুমরাহ দলের জন্য অপরিহার্য অঙ্গ হলেও তাঁর অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে বিসিসিআই চাপ কমাতে বুমরাহকে অধিনায়ক নাও করতে পারে। এখানেই শোনা যাচ্ছে গম্ভীর বোর্ডকে জানিয়েছেন, কোহলিকে যদি অধিনায়কের পদে ফেরানো হয়, তাহলে দলে আগ্রাসী মানসিকতা আবার ফিরবে। এছাড়া কোহলি যখন টেস্ট দলের অধিনায়ক ছিলেন সেই সময় ভারত ঘরে এবং বাইরে অনবদ্য পারফর্ম করেছিল। এই বিষয়ে গম্ভীর বোর্ডকে আরও বলেছেন, তিনি এমন একজন অধিনায়ক চাইছেন যার অধীনে ভারত গোটা পৃথিবীজুড়ে সেরা প্রতিপক্ষদের বিরুদ্ধে আরও ভাল পারফর্ম করতে পারবে। কোহলির আগ্রাসী নেতৃত্বের ধরন ভারতীয় দলের জন্য একটি বিশাল শক্তি ছিল, বিশেষ করে বিদেশের মাটিতে। এখন দেখার বিসিসিআই এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।