রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফরাসি ওপেনে জয়ের ধারা অব্যাহত নোভাক জোকোভিচের। স্ট্রেট সেটে ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে ৬-৩, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়ে, প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডও সহজে জিতে নিলেন তিনি। এর আগে তাঁর প্রতিপক্ষ কোরেন্তিনের বিরুদ্ধে ২০১৯ সালে এটিপি মাস্টার্স প্যারিসের রাউন্ড অফ ৩২ এবং ২০২৪ সালে এটিপি মাস্টার্স রোমের রাউন্ড অফ ৬৪-তে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। সেই দুটি ম্যাচেও স্ট্রেট সেটে জয় পেয়েছিলেন সার্বিয়ান এই টেনিস তারকা। যদিও এই প্রথমবারের জন্য গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-কোরেন্তিন।
ডানহাতি খেলোয়াড়দের তুলনায় র্যাকেট স্পোর্টসে সাধারণত বাঁহাতি খেলোয়াড়দের বাড়তি সুবিধা থাকে। কোরেন্তিন বাঁহাতি খেলোয়াড়। ফলে ডানহাতি খেলোয়াড়দের বিরুদ্ধে অ্যাঙ্গল ভাল ব্যবহার করতে পারার সুবিধে ছিল তার কাছে। তবে তাঁর প্রতিপক্ষ জোকোভিচ। ফলে সেই সুবিধা বিশেষ কাজে লাগানো যায়নি কোরেন্তিনের। প্রথম সেট থেকে পর পর পয়েন্ট তুললেন জোকোভিচ। তৃতীয় সেটে একটু লড়াই করে, খেলা টাইব্রেকারে নিয়ে গিয়েছিলেন কোরেন্তিন। তবে সেখানেও পরাজিত হতে হয় তাকে। অপরদিকে ১৪ বারের মধ্যে পাঁচ বার কোরেন্তিনের সার্ভিস ভাঙেন জোকোভিচ। জোকোভিচের সার্ভিস মাত্র দু’বার ভাঙতে পেরেছেন কোরেন্তিন।