Connect with us

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একইদিনে তিনটি স্বর্ণপদক জয় ভারতের। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একইদিনে তিনটি সোনা জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। পাশাপাশি দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদকও জিতেছে ভারত। বৃহস্পতিবার ভারতের হয়ে প্রথম সোনাটি জেতেন অবিনাশ সাবলে। দ্বিতীয় সোনাটি আনেন জ্যোতি ইয়াররাজি এবং মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে তৃতীয় সোনাটি পেল ভারত। অর্থাৎ সব মিলিয়ে তৃতীয় দিনের শেষে ভারতের ঝুলিতে এসেছে মোট পাঁচটি সোনা, ছয়টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক। 

এর আগে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন অবিনাশ। বৃহস্পতিবার ৩ হাজার মিটার স্টিপলচেজে ৮:২০.৯২ মিনিটে দৌড় শেষ করেন সাবলে। যেটা এই মরশুম তাঁর সেরা সময়। পাশাপাশি পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের ৩৬ বছরের স্বর্ণপদকের অপেক্ষার অবসান ঘটিয়ে, রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন সাবলে। অপরদিকে ১০০ মিটার হার্ডলসে ১২.৯৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে দিনের দ্বিতীয় সোনাটি আনেন জ্যোতি ইয়াররাজি। জাপানের তানাকা এবং চিনের উ-কে পিছনে ফেলে, ভারতকে চতুর্থ সোনা এনে দেন তিনি। দিনের তৃতীয় সোনাটি ভারত পেল ৪x৪০০ মিটার রিলেতে। যেখানে ৩:৩৪.১৮ মিনিটে দৌড় শেষ করে চলতি মরশুমে নিজেদের সেরা পারফরম্যান্স করলেন শুভা ভেঙ্কটেশন, রূপল, জিসনা ম্যাথু এবং রাজিতা কুঞ্জ। যদিও নিজেদের সেরা সময়ে দৌড় শেষ করেও, দ্বিতীয় হল ভারতের পুরুষ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা