রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম রাউন্ডে সরাসরি সেটে জয়ের পর, দ্বিতীয় বাছাইয়ে ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে ইটালির যোগ্যতা অর্জনকারী জিউলিয়ো জেপ্পিয়েরিকে হারিয়ে প্রত্যাশামতোই ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ। যদিও এদিন নিজের সেরা ছন্দে দেখা যায়নি আলকারাজকে। চারটি ডাবল ফল্ট করলেন তিনি। অপরদিকে এটিপি ক্রমতালিকার ৩১০ নম্বরে থাকা সত্ত্বেও, গত বারের চ্যাম্পিয়ন আলকারাজের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করেছেন ২৩ বছর বয়সী জিউলিয়ো জেপ্পিয়েরি।
ম্যাচের প্রথম সার্ভিস গেম জিততে আলকারাজের সময় লাগে ৭ মিনিট ২ সেকেন্ড। তবে ৬-৩ ব্যবধানে প্রথম সেট জেতেন তিনি। পঞ্চম গেমেও সার্ভিস ধরে রাখতে জেপ্পিয়েরির সঙ্গে লড়াই করতে হলেও, চতুর্থ গেমেই প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। অপরদিকে পিছিয়ে পড়ে, দ্বিতীয় সেটেও সমানে সমানে লড়াইয়ের চেষ্টা করেছেন জেপ্পিয়ারি। ৬-৪ ব্যবধানে আলকারাজকে ম্যাচ জিততেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। এদিকে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ক্রমশ ছন্দে ফিরতে শুরু করেন আলকারাজ। পঞ্চম গেমে আবার প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন আলকারাজ। ৬-২ ব্যবধানে তৃতীয় সেটে জয় পান গত বছরের ফরাসি ওপেনজয়ী কার্লোস আলকারাজ। পাশাপাশি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি।