Connect with us

ইন্টার মিলানের দর্প চুর্ণ করে খেতাব জিতল পিএসজি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার মধ্যরাতে মিউনিখের এলিয়াঞ্জ এরিনাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং ইন্টার মিলান। চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল পিএসজি। মিউনিখের মাটিতে ইন্টার মিলানের দর্প চুর্ণ করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। প্রথমার্ধেই দু’গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে মরণ কামড় দিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি ইন্টার মিলান। শেষ পর্যন্ত চোখের জলেই মাঠ ছাড়তে হল ইন্টার সমর্থকদের।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য বজায় রেখেছিল লুইস এনরিকের দল। ১২ মিনিটে হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। ৮ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান ডেজিরে ডুয়ে। প্রথমার্ধে আর গোল করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরণ কামড় দেয় ইন্টার মিলান। কিন্তু পাচো, মারকুইনহোসদের তৎপরতায় নিশ্ছিদ্র থাকে পিএসজির রক্ষণ। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ইন্টারের ম্যাচে ফেরার পথ আরও কঠিন করে দেন ডুয়ে। ১০ মিনিটের মধ্যেই চতুর্থ গোলটি পেয়ে যায় পিএসজি। মিনিট দুয়েক পরেই পিএসজির পতন রোধ করেন ডোনারুমা। ৮৭ মিনিটে পঞ্চম গোলটি করেন মায়ুলু। অবশেষে ৫-০ গোলে জিতে প্রথমবারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা