আইএসএল
ISL 2024/25: নর্থইস্টকে সমীহ করলেও নিজের দলের উপর ভরসা রাখছেন কোচ অস্কার ব্রুজো
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মরশুম আইএসএলে যথেষ্ট শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল। গতবছরের সর্বাধিক গোল করা এবং সর্বাধিক গোলের বল বাড়ানো দুই ফুটবলারও রয়েছেন লাল হলুদ শিবিরেই। তবুও ফলের নিরিখে একদমই তলানিতে দল। প্রথম ছয়টি ম্যাচের ছয়টিই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। গত ম্যাচে ঘরের মাঠে নয় জনে অদম্য লড়াই করে এই মরশুম আইএসএলের প্রথম পয়েন্টটি তুলে আনতে সক্ষম হয়েছে অস্কার ব্রোজোর দল। দীর্ঘ বিরতির পর শুক্রবার আবারও ঘরের মাঠে ম্যাচ খেলতে নামবে তালাল, ক্রেস্পো, দিমানতাকোসরা। প্রতিপক্ষ এই মরশুমে দুরন্ত ছন্দে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি। তার আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রোজো এবং ফুটবলার পিভি বিষ্ণু।
প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজের দলের উপরে ভরসা রাখছেন কোচ অস্কার ব্রুজো। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “নর্থইস্ট যথেষ্ট ভালো ফুটবল খেলছে এই মুহূর্তে। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। তবে আমি আমাদের দল নিয়ে ভাবতে চাই। নর্থইস্ট এই মরশুমে যেমন অনেক গোল করেছে সেরকমই অনেক গোল হজমও করেছে। তাছাড়া তাদের আক্রমণভাগের তিনজন ফুটবলার যথেষ্ট ভালো ছন্দে রয়েছেন। তাই আমাদের তাদের বিরুদ্ধে ভালো খেলতে হবে এবং গোল করতে হবে”। দীর্ঘ বিরতির পর আবারও ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। সেই বিষয়ে প্রশ্ন করা হলে কোচ অস্কার বলেন, “লম্বা বিরতির ফলে আমরা আরও নিজেদের গুছিয়ে নিতে সক্ষম হয়েছি। মহামেডান ম্যাচে আমরা এগারোজনের বিরুদ্ধে নয়জনে লড়েছি। তার আগে ওড়িশা ম্যাচে আমরা ভালো ফুটবল খেললেও জয় পায়নি। দলের মূল সমস্যা হচ্ছে গোল করাতে। সুযোগ তৈরি করেও সেখান থেকে গোল করতে না পারায় ম্যাচের ফল আশানুরূপ হচ্ছেনা। তবে এই বিরতিতে আমরা নিজেদের তৈরি করেছি”। অপরদিকে গত ম্যাচে লাল কার্ড দেখার ফলে আগামীকালের ম্যাচে দলে থাকবেননা দুই উইঙ্গার নন্দকুমার এবং নাওরেম মহেশ। সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, “মহেশ এবং নন্দকুমার দুজনেই দলের মূল ফুটবলার। তবে এই ম্যাচে আমরা তাদেরকে পাবনা। কিন্তু আমার দলে বাকি ফুটবলাররাও যথেষ্ট ভালো। আমার দলে বিষ্ণুর মতো ফুটবলার রয়েছে এবং আমি মনে করি কালকের ম্যাচে ও নিজের সেরাটা দিয়ে খেলবে এবং তারপর বিষ্ণুর খেলা নিয়ে সবাই খুব খুশি হবে”। চোটের কারণে গত ম্যাচেও খেলেননি রক্ষণের ফুটবলার হেক্টর ইয়ুস্তে। চোটের কারণে দলে নেই নিশু কুমারও। সেই বিষয়ে কোচ অস্কার জানিয়েছেন, “হেক্টর নিজেকে সুস্থ করে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করছে। আগের থেকে এখন ও অনেকটা ভালো জায়গায় এসেছে। আসা করছি আগামীকালের ম্যাচে ওকে দলে পাওয়া যাবে। অপরদিকে নিশুও সুস্থ হয়ে উঠছে। কিছুদিন পর থেকে সেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন”।
নর্থইস্ট দলের যথেষ্ট শক্তিশালী ফুটবলার আলাদিন আজারাই। প্রায় সব দলের বিরুদ্ধেই বিশ্বংসী হয়ে উঠেছেন তিনি। সেই প্রসঙ্গে কোচ অস্কার ব্রুজো বলেছেন, “আলাদিন ভালো ফুটবলার। একটা গোটা ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। তাঁকে নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার দিকে আমাদের যেই ফুটবলার থাকবে তাকে বাড়তি দায়িত্ব নিতে হবে তার আক্রমণগুলোকে রুখতে। তবে শুধু আলাদিন নয়, আমরা গোটা দলকে নিয়েই পরিকল্পনা করেছি”। গত ম্যাচে অনেক সংখ্যক সমর্থক মাঠে এসেছিলেন দলকে সমর্থন করতে। এবারে সমর্থকদের বিষয়ে কোচ অস্কার বললেন, “গত ম্যাচে প্রায় তিরিশ হাজার সমর্থক মাঠে উপস্থিত হয়েছিল আমাদের সমর্থন করতে। তবে দলের খেলায় খুশি হলেও, দলের রেজাল্টে কোচ হিসেবে একদমই খুশি হইনি। আমাদের পরবর্তী রাউন্ডে যেতে হলে সব ম্যাচ থেকে তিন পয়েন্ট প্রয়োজন এবং সেই কারণে আমাদের ঘরের মাঠে সমর্থকদের সমর্থনের প্রয়োজন রয়েছে। ডিসেম্বর মাসে আমরা চারটি ম্যাচ ঘরের মাঠে খেলব। তাই চাইবো সমর্থকেরা আসুক এবং আমাদের সমর্থন করুক”।
অপরদিকে কার্ড সমস্যার জন্য এই ম্যাচে পাওয়া যাবেনা দলের দুই তারকা উইঙ্গার নাওরেম মহেশ এবং নন্দকুমার সেকারকে। ফলে সেই জায়গায় দলে প্রথম থেকে থাকতে পারেন বিষ্ণু। আজকের সাংবাদিক সম্মেলনে এসে বিষ্ণু বলেন, “আমার কোচ আমার উপরে আস্থা রেখেছেন। আমি যদি সুযোগ পাই তাহলে চাইবো কালকের ম্যাচে নিজের একশো শতাংশ দিতে এবং গোল করতে”। ইতিমধ্যেই লাল হলুদ জার্সিতে দুটি মরশুম খেলে ফেলেছেন বিষ্ণু। সেই বিষয়ে তাকে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ইস্টবেঙ্গল ভারত তথা এশিয়ার মধ্যে অনেক বড় ক্লাব। সেখানে খেলার সুযোগ পেয়েছি বলে আমি খুব খুশি। আমি প্রথম ইস্টবেঙ্গলের হয়েই পেশাদারী ফুটবল শুরু করি এবং প্রথম আমি রিসার্ভ দলে খেলতে আসি। তারপর সেখান থেকে মূল দলে আমার জায়গা হয়। এছাড়াও আমার দলের ফুটবলার থেকে শুরু করে বাকি স্টাফেরা সকলেই আমায় এই জায়গায় আসতে সাহায্য করেছে। এতে আমি খুব খুশি”। এছাড়াও সমর্থকদের উদ্দেশ্যে বিষ্ণু বলেন, “গত ম্যাচে আমরা ভালো ফুটবল খেলেছিলাম। সেই ম্যাচে অনেক সংখ্যক সমর্থক মাঠে এসেছিলেন। আমি আসা করব তারা আগামীকালও মাঠে আসবেন এবং আমাদের সমর্থক করবেন”।
আইএসএল
ISL 2024/25: বিগত হার ভুলে ঘরের মাঠেই ঘুরে দাঁড়াতে চাইছেন খালিদ জামিল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিগত কিছু ম্যাচ ধরে খারাপ ফর্ম চলছে জামশেদপুর এফসি দলের। টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি খালিদ জামিলের দল। শুধু তাই নয়। টানা তিন ম্যাচ মিলিয়ে মোট ১৩টি গোল হজম করেছে জামশেদপুর রক্ষণ। পরবর্তী ম্যাচ তাদের ঘরের মাঠে। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। এবারে সেই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে হাজির হলেন জামশেদপুর হেড কোচ খালিদ জামিল এবং ফুটবলার মহম্মদ সানান।
বেশ কিছু ম্যাচ ধরে ছন্দে নেই খালিদ জামিলের দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ব্যাপারে তিনি বলেন, “আমরা ম্যাচ হারছি তবে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের ম্যাচ জিততে হবে। কাজ টা সহজ না হলেও আমরা এই কঠিন কাজটা করার জন্য প্রস্তুত রয়েছি। শেষ তিনটে ম্যাচে আমাদের আক্রমণ থেকে শুরু করে রক্ষণ, মাঝমাঠ সব জায়গাতেই গলদ ছিল। তবে সবাইকেই ভাল ফল করতে হবে আগামী ম্যাচগুলিতে”। বিগত ম্যাচগুলোর ব্যাপারে তিনি বলেন, “আমরা আমাদের বিগত ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তবে আমাদের কাজ হবে গোটা ম্যাচে নিজেদের কাজটা সঠিকভাবে করে যাওয়া যাতে ম্যাচ আমাদের দখলে থাকে”।
এছাড়াও দলের মানসিকতা নিয়ে খালিদ জামিল জানান, “মহামেডান ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের দলের রক্ষণ থেকে আক্রমণ, সকলকেই একজুট হয়ে খেলতে হবে। তাছাড়াও আমরা ঘরের মাঠে খেলব। ফলে সমর্থকদের সমর্থনও আমাদের কাজে দেবে। তাছাড়া দলের চোটগত বিষয়ে তার থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “দলে এখন কোনও চোট সমস্যা নেই। সকল ফুটবলাররা ফিট রয়েছেন এবং পরবর্তী ম্যাচে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন। এছাড়াও লাজার, জর্ডান মারে এবং ঋত্বিক দাসও দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন সারছেন এবং পরবর্তী ম্যাচের জন্য উপযুক্ত রয়েছেন”।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন জামশেদপুর দলের নির্ভরযোগ্য উইঙ্গার মহম্মদ সানান। দল নিয়ে তিনি বলেন, “আমি অনেকগুলি ম্যাচ এই দলের হয়ে খেলেছি এবং নিজেকে আমি একজন দলগত ফুটবলার হিসেবেই দেখি। তবে আগামীকালের ম্যাচের জন্য আমরা সবাই তৎপর রয়েছি এবং ম্যাচটি জিতে লক্ষ্য আমাদের উপরের দিকে উঠে আসা”। তাছাড়া ঘরের মাঠে খেলতে নামবে জামশেদপুর এফসি। যেখানে অনেক সমর্থক উপস্থিত হবেন তাদের প্রিয় দলকে সমর্থন করতে। সেই বিষয়ে সানান বলেন, “আমাদের সমর্থকেরা সত্যিই আমাদের অসাধারণ সমর্থন করছেন গোটা মরশুম জুড়ে। তাদের সমর্থনই আমাদের এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করে। আমি চাইব কালকের ম্যাচে সমর্থকেরা বেশি সংখ্যায় মাঠে আসুক এবং আমাদের সমর্থন করুক”।
আইএসএল
ISL 2024/25: দলের খেলায় আশাবাদী বার্তা দিচ্ছেন আন্দ্রে চেরনিশভ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মরশুম আইএসএলে প্রত্যাবর্তন ঘটেছে বাংলার আরেক প্রধান মহামেডান স্পোর্টিংয়ের। তবে মরশুমে যেভাবে সারা জাকিয়ে শুরু করেছিল আন্দ্রে চেরনিশভের দল, সেরকমভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সাদা-কালো ফুটবলাররা। গত ম্যাচে ঘরের মাঠে এক গোলে এগিয়ে থেকেও শেষের দিকে সুনীল ছেত্রীর জোড়া গোলে ম্যাচ হারতে হয়েছিল মহামেডানকে। যদিও দলের এরম খেলায় খুব একটা চাপ নিতে চাইছেন না আন্দ্রে চেরনিশভ। আগামী ম্যাচে তারা খেলতে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এবারে সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে নিজের ভাবমূর্তি জানিয়ে গেলেন তিনি।
সোমবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং। তার আগে দল নিয়ে আন্দ্রে চেরনিশভ বলেন, “কয়েকটা ম্যাচে ভাল ফল না করতে পারলেও আমরা ভাল খেলেছি। আমরা আইএসএলে প্রথমবার খেলছি এবং সেরম একটা প্রস্তুতির সুযোগও আমরা পাইনি। বেশি প্রস্তুতি ম্যাচও আমরা খেলতে পারিনি। আমার দলে যথেষ্ট ভাল মানের ফুটবলার রয়েছে। তবে ওরা একসঙ্গে বেশিদিন খেলেনি বলেই এই সমস্যা হচ্ছে”। তিনি আরও বলেন, “আইএসএলে প্রথম এসেই সেরা চারে বা সেরা পাঁচে থাকাটা সম্ভব নয় কখনোই। তাহলেও আমরা শুরুটা ভালই করেছিলাম। অনুশীলন ম্যাচে আমাদের কয়েকজন ফুটবলার ভাল খেললেও আমাদের প্রধান সমস্যা হল গোলের সুযোগ তৈরি করেও সেখান থেকে গোল করতে না পারা। কিছু ম্যাচ ভাল ফুটবল খেলার পর একটা ম্যাচে খারাপ ফল হয়েই থাকে। তবে আমরা পরিশ্রম করছি এবং ছন্দে ফেরার চেষ্টা করছি”।
পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, “জামশেদপুর যথেষ্ট ভাল দল। তাদের দলে একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। তারাও শুরুটা ভাল করার পর হঠাৎই খেই হারিয়ে ফেলেছে। ফুটবলে এ রকম হয়ে থাকে। এর আগে তারা মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার মত দলকে হারিয়ে এসেছে। তবে প্রতিটা দলেরই একটা খারাপ সময় আসে উদাহরণ হিসেবে সবার সামনেই রয়েছে বিশ্বফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির ফর্ম। তবে জামশেদপুর দলের সময় ভাল না গেলেও তারা কতটা শক্তিশালী দল, সেটা আমরা ভালোমতই জানি। শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমাদের সেরাটা দিয়ে এই ম্যাচে খেলতে হবে”।
এছাড়াও আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহামেডান ফুটবলার জুডিকা। তিনি বলেন, “দল যদি পরপর ম্যাচ হারে তাহলে ফুটবলারদের পক্ষে সেটা সহ্য করা কঠিন হয়ে ওঠে। তবে আমাদের দলের খেলোয়াড় থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সকলেই আমাদের মানসিকভাবে অনেক সাহায্য করছে। আমাদের লক্ষ্য লড়াই করে ফিরে আসা। আমরা অনেকেই ভিন্ন দেশ বা রাজ্য থেকে একটা দলে খেলতে আসি। সেই জন্য একটা ভাল ফল পেলেই সবাই আবার একজুট হয়ে ওঠে। প্রতিপক্ষ যথেষ্ট ভাল দল এবং আমরা তাদের শ্রদ্ধা করি। জামশেদপুর দলে একজন খুবই অভিজ্ঞ কোচ রয়েছেন। ফলে আমাদের এখন লক্ষ্যই রয়েছে পরবর্তী ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে ফুটবল খেলে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে আনা”।
আইএসএল
ISL 2024/25: জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতবছর ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হার স্বীকার করতে হয়েছিল মোহনবাগানকে। তবে এবারে ঘরের মাঠে বদলা পূরণ করল মোহনবাগান। ৮৬ মিনিটে কামিংসের একমাত্র গোল থেকে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। তাছাড়া ১৫ মিনিটের জন্য মাঠে নেমেই ম্যাচের নায়ক হয়ে ফিরলেন গ্রেগ স্টুয়ার্ট। এর পাশাপাশি এই জয়ের ফলে লিগ টেবিলে আবারও প্রথম স্থানে চলে এল জোসে মোলিনার দল।
ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমনের চাপ বজায় রেখেছিল বাগান ফুটবলাররা। যার ফলে চেন্নাই তাদের দলের সকল ফুটবলারদের নিচে নামিয়ে নিয়ে আসে রক্ষণ সামাল দেওয়ার জন্য। অপরদিকে বাগান দলের মাঝমাঠে কোনও খেলাই তৈরি হচ্ছিলনা। আপুইয়া রক্ষণ সামলালেও অনিরুদ্ধ থাপার না থাকাটা ভালোমত ভাবাচ্ছিলো বাগান দলকে। তাছাড়াও চোটের জন্য শুরু থেকে ছিলেন না গ্রেগ স্টুয়ার্ট। তার অভাবটা বেশ কিছু ম্যাচ ধরেই বুঝতে পারছে মোহনবাগান। তবে তিনি দলে না থাকায় বাগান দলে নিয়মিত শুরু করছিলেন সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মনি দিমি পেত্রাতোস। তবে তাকেও দেখা যাচ্ছিল অনেকটা নিচে নেমে খেলতে। দুই উইং থেকে মনবীর এবং লিস্টন নিজেদের সাভাবিক খেলা চালিয়ে যাচ্ছিলেন। মনবীরের বাড়ানো বল থেকেই প্রায় গোলমুখ খুলে ফেলেছিলেন পেত্রাতোস তবে কাজের কাজটি করতে পারেননি তিনি। অপরদিকে বাঁদিক থেকে বারবার বক্সের ভেতরে ঢুকে পড়ছিলেন লিস্টন কোলাসো। যদিও তাঁর একটি দুরন্ত শট বিশ্বমানের সেভ দিয়ে রুখে দেন চেন্নাই গোলরক্ষক মহম্মদ নাওয়াজ। অপরদিকে চেন্নাইয়ের ইরফান ইদওয়াদও বেশ কয়েকবার ঢুকে পড়ছিলেন বাগান রক্ষণে তবে কাজের কাজ করে উঠতে পারেনি দুই দলই। ফলে ০-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন আনেন বাগান কোচ জোসে মোলিনা। প্রথমার্ধে হলুদ কার্ড দেখা দীপেন্দুকে তুলে আশিস রাইকে মাঠে নামান তিনি। তবে চোট সরিয়ে মাঠে ফিরে নিজের সাভাবিক ছন্দেই খেলতে দেখা গেল আশীষ রাইকে। আক্রমণ থেকে রক্ষণ, দুদিকেই সমানভাবে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তবে শেষের দিকে আরও কিছু পরিবর্তন আনেন মোলিনা। তিনি মাঠে নিয়ে আসেন আশিক কুরুনিয়ন, জেসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্টকে। তার পরেই ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে যায়। নেমেই প্রথম আক্রমণে প্রায় গোল পেয়ে গেছিলেন গ্রেগ স্টুয়ার্ট তবে তার বাঁক খাওয়ানো শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। তবে সেই ফিরতি বলেই জয়সূচক গোলটি করে যান সদ্য মাঠে নামা জেসন কামিন্স। যদিও ম্যাচের শেষে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় কামিন্সের আরও একটি গোল। অবশেষে ১-০ গোলে জয় দিয়েই ম্যাচ ছাড়েন সবুজ-মেরুন ফুটবলাররা।
অপরদিকে চোট সরিয়ে স্টুয়ার্টের দলে ফেরায় স্বস্তিতে রয়েছে বাগান জনতা। তবে অপরদিকে বেশ চাপেই থাকবেন বাগান কোচ জোসে মোলিনা। কার্ড সমস্যার জন্য পরবর্তী ম্যাচে তারা পাবেনা তাদের অধিনায়ক শুভাশীষ বোসকে। প্রতিপক্ষ তাদের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড এফসি। যেখানে দুই উইং দিয়ে আক্রমণ সানাবেন আলাদিন এবং জিতীনের মত ফুটবলাররা। সেখানে দলের দুই সাইডব্যাকের জায়গা ভাবাবে কোচ জোসে মোলিনাকে। তবে আপাতত ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। এবারে দেখার জয়ের ধারাকে বজায় রাখতে কতটা সক্ষম হন বাগান ফুটবলাররা।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি