আইএসএল
ISL 2024/25: প্লেঅফ খেলা নিয়ে এখনও আশাবাদী বিনো জর্জ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই আইএসএলে টানা চার ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ইস্টবেঙ্গল দলকে। কার্লেস কুয়াদ্রাতের চলে যাওয়ার পর দলের দায়িত্ব সামলাচ্ছেন দলের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ। তার তত্ত্বাবধানে শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ভালো ফুটবল খেলেও ২-০ গোলে ম্যাচ হারতে হয় লালহলুদ ফুটবলারদের। তারই মাঝে খেলার শেষে ইতিবাচক বার্তা দিলেন ইস্টবেঙ্গলের বর্তমান কোচ বিনো জর্জ।
দলের টানা চতুর্থ ম্যাচে হারের পরেও বিনো জর্জ বলছেন, “আমার দলের প্রতি আমার পূর্ণ ভরসা রয়েছে। এবং আমি আশাবাদী দল ঘুরে দাঁড়াবেই”। এমনিতেই অজস্র গোলের সুযোগ হাতছাড়া করেছে তার দল। সাউল ক্রেস্পো পেনাল্টি মিস করেন। অপরদিকে ক্লেইটন সিলভা এবং রক্ষণের খেলোয়াড় হেক্টর ইউস্তের শট বাড়ে লাগায়, সেই গোল থেকেও বঞ্চিত হয় তাঁরা। ম্যাচের শুরুতেই রেই তাচিকাওয়ার দূরপাল্লা শটে এবং দ্বিতীয়ার্ধে লালচাংনুংগার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তাঁর দল। তবে তিনি মনে করছেন সুযোগের সদ্ব্যবহার না করতে পারাতেই ম্যাচ থেকে হেরে ফিরতে হয় তাদেরকে।
তিনি বলেন, “জামশেদপুর ভালো ফুটবল খেলেছে। তবে তাঁরা তাদের সুযোগকে কাজে লাগিয়েছে। ম্যাচে তারা যেই দুটো সুযোগ পেয়েছে সেই দুটো থেকেই গোল তুলে নিতে পেরেছে তাঁরা। তবে আমরা আজকে যথেষ্ট ভাল ফুটবল খেলেছি। বলের উপরে দখলও আমাদের অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে বেশি ছিল। তবে হ্যাঁ, পয়েন্টটা দরকার যেটা আমরা পাইনি আজকের ম্যাচে”। অপরদিকে তিনি আরও বলেছেন, “ভাগ্যও একটা অনেক বড় ভূমিকা পালন করে। পেনাল্টি মিস করা, গোলের বল বাড়ে লাগা তার পাশাপাশি জামশেদপুর গোলরক্ষকও কিছু দারুন সেভ করেন। তবে আমরা যদি পেনাল্টি থেকে গোল করে দিতে পারতাম তাহলে আমরা ম্যাচে ফিরে আসতে পারতাম”।
তিনি আরও বলেন, “বাকি তিনটে ম্যাচের তুলনায় আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি এবং আমি ১০০% আশাবাদী যে আমাদের দল এবারে প্রথম ছয়ে শেষ করবেই”। এছাড়াও কলকাতা লীগের সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকে দলে থাকা সত্ত্বেও তাকে না খেলানো নিয়ে বিনো জর্জকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জেসিনের এখন বয়স কম। আমাদের এটা বুঝতে হবে কলকাতা লীগ এবং আইএসএলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাই ওকে আরও সময় দিতে হবে নিজেকে এই মঞ্চে খেলার উপযুক্ত করে তোলার জন্য। তাছাড়াও আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে যারা এই চাপের মুহূর্তে ম্যাচের রঙ পরিবর্তন করতে জানেন”।
আইএসএল
ISL 2024/25: পরপর জয় তুলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এফসি গোয়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত ম্যাচে ইনফর্ম বেঙ্গালুরু এফসিকে ৩-০ গোলে উড়িয়েছে এফসি গোয়া দল। বুধবার নিজেদের ঘরের মাঠেও সেই জয়ের ধারা অব্যাহত রাখল মানালো মার্কুয়েজের ছেলেরা। শক্তিশালী পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গোয়া। গোয়ার হয়ে দুটি গোল করেন আর্মান্দো সাদিকু এবং ইকার গোয়ারেট্যাকসেনা। পাঞ্জাবের হয়ে একটিমাত্র গোল করেন আসমির সুলজিচ।
ম্যাচের শুরুর থেকেই দুই দল তাদের চেনা ছন্দে ফুটবল খেলতে শুরু করে দেয়। তবে ঘরের মাঠে খেলা এফসি গোয়াকে বারংবার চাপের মুখে ফেলে দিচ্ছিল পাঞ্জাব এফসি। ম্যাচের একদম শুরুতেই ফুলগা ভিদালের একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর ম্যাচের ১৩ মিনিটে নিহাল সুদীশের বাড়ান বল থেকে আসমির সুলজিচের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। তবে তারপর ম্যাচের ২২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করে গোয়া দল। প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ বাড়াতে থাকেন তাঁরা। তবে প্রথমার্ধে ১-১ গোলেই সাজঘরে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমনের উপরেই জোর দিতে থাকে মানালো মার্কুয়েজের ছেলেরা। যারফলে দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণেই ইকার গোয়ারেট্যাকসেনার গোলে এগিয়ে যায় গোয়া। তারপর দুই দলই বেশ কয়েকবার উঠে আসতে থাকে আক্রমণে তবে গোলসংখ্যা আর বাড়েনি। ফলে ২-১ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল এফসি গোয়া। এরই সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে মানালো মার্কুয়েজের দল। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২৮ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টারর্স এফসির বিরুদ্ধে।
আইএসএল
ISL 2024/25: পঞ্চম বিদেশি পাকা করে ফেলল হায়দ্রাবাদ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএল মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি হায়দ্রাবাদ এফসির। ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়ে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে নিজামসরা। আগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছে থাঙ্গবই সিংটোদের। তাছাড়া মরশুমের শুরুর দিকে মালিকানা বদল হয়েছে তাদের। ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ। এবারে পঞ্চম বিদেশি হিসেবে দলে যোগ দিয়েছেন এডমিলসন করেইয়া।
অনেকদিনধরেই জল্পনা ছিল যে এডমিলসন করেইয়া হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন। এবারে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ২৪ বছর বয়সী গিনি-বিসাউয়ের উইঙ্গার এডমিলসন করেইয়া যোগ দিয়েছেন হায়দ্রাবাদ দলে। মূলত উইঙ্গার হিসেবেই খেলতে পছন্দ করেন তিনি। নিজের পেশাদার ফুটবল কেরিয়ার তিনি শুরু করেন ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব সেন্ট এতিনের হয়ে। যদিও এই ক্লাবে চার বছর কাটালেও মূল দলের হয়ে মাত্র চারটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন করেইয়া। তবে তিনি মূলত খেলেছেন সেন্ট এতিনের বি দলে। সেখানে যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪১টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১টি গোল। তারপর সেখান থেকে ২০২৩-২৪ মরশুমে তিনি চলে যান কাতারের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আল বিদ্দায়। সেখানে গিয়ে মোট ১১টি ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবারে সেখান থেকে ফ্রী ফুটবলার হিসেবেই ভারতের ক্লাব হায়দ্রাবাদ এফসিতে যোগ দিলেন এই তরুণ উইঙ্গার।
হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৭ই নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত সেই ম্যাচেই নিজামসদের হয়ে আইএসএলে প্রথম অভিষেক হতে চলেছে এডমিলসন করেইয়ার।
আইএসএল
ISL 2024/25: দলের আক্রমণাত্মক ফুটবল এবং রক্ষণে গোল হজম না করায় যথেষ্ট খুশি কোচ হোসে মোলিনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বেঙ্গালুরু ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর, ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান মহামেডান এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে পরপর জয় তুলে নিয়েছিল হোসে মোলিনার ছেলেরা। বুধবার হায়দ্রাবাদকে হারিয়ে তিন ম্যাচে তিনটি জয় তুলে এনেছে তাঁরা। যদিও ম্যাচের আগে মোলিনা বলেছিলেন যে হায়দ্রাবাদকে হারতে যথেষ্ট পরিশ্রম করতে হবে তাঁদের। তবে মাঠে বাগান ফুটবলাররা হেলায় হারাল নিজামসদের। দেখে মনেই হলোনা যে কিছুদিন আগেই মহামেডানকে ৪-০ গোলে হারিয়ে এসেছে থাংবই সিংটোর ছেলেরা।
বুধবার আইএসএলে শততম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ম্যাচের ৩৭ মিনিটে মনবীর সিং এবং ৫৫ মিনিটে শুভাশিস বোসের গোলে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। ফলে শেষ তিন ম্যাচে সাতটি গোল করেছেন ফুটবলাররা এবং একটিও গোল হজম করতে হয়নি তাদের। এই টানা জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রেগ, সাহাল, কামিন্সরা। দলের এই খেলায় খুবই খুশি কোচ হোসে মোলিনা। ম্যাচের পর তিনি বলেন, “টানা জয় এবং গোল হজম না করায় খুব খুশি আমি। ম্যাচটা সহজ ছিলনা। হায়দ্রাবাদের আক্রমণে তীব্রতা ছিল। ফলে তাঁরা আমাদের প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করছিল। তবে আমাদের ডিফেন্ডাররা ভালভাবে নিজেদের গুছিয়ে রাখতে পেরেছে। যার ফলে কোনও গোল হজম করতে হয়নি আমাদের”।
দুই গোলে জিতলেও অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছে বাগান ফুটবলাররা, নাহলে ব্যবধান আরও বাড়তে পারত। সেই বিষয়ে মোলিনা বলেন, “ওদের চেয়ে আমরাই পায়ে বল বেশি রাখতে পেরেছি এবং বেশি গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা অনেক সুযোগ পেয়েছি। প্রথমে মনবীরের গোলের পর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। তবে সব মিলিয়ে দলের এই প্রদর্শনে আমি খুশি”। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। যার ফলে ডার্বি ম্যাচের পর দীর্ঘ দশ দিনের বিরতি পেয়েছে বাগান ফুটবলাররা। এই ম্যাচের পর আবার নভেম্বরের ১০ তারিখ মাঠে নামবে মোহনবাগান। সেখানেও একটা লম্বা অবকাশ। যদিও এতটা অবকাশ চিন্তায় রাখছে মোলিনাকে। তিনি বলছেন, “এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার একটা সুযোগ ছিল আমাদের কাছে। সেখানে খেলতে পারলে খুব ভাল হত। সেই কারণেই আমাদের আইএসএল ম্যাচগুলোর মাঝে অনেকটা বিরতি থেকে যাচ্ছে। যার ফলে ফুটবলাররা অনেক বিশ্রাম পাচ্ছে এবং আমরাও আমাদের শারীরিক ও কৌশলগত সমস্যাগুলোর সমাধান করার জন্য অনেকটা সময় পেয়ে যাচ্ছি। কিন্তু এটা আমাদের হাতে নেই, তাই যেরকমভাবে চলবে আমাদেরও সেরকমভাবেই চলতে হবে”।
তবে এর মাঝে দীপাবলির ছুটি কাটানোর সময় পেয়ে যাচ্ছেন বাগান ফুটবলাররা। সেই বিষয়ে মোলিনা বলেন, “একদিকে ভাল যে ফুটবলাররা নিজেদের পরিবার নিয়ে ছুটি কাটানোর সময়টা পেয়ে যাচ্ছে। তবে এই ছুটি কাটিয়েই কঠোর পরিশ্রমে নেমে পড়তে হবে আমাদের। পরের ম্যাচ আমাদের ওড়িশা এফসির বিরুদ্ধে। সেটা যথেষ্ট কঠিন ম্যাচ এবং সেই ম্যাচে ভাল ফল করতে হলে নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে আমাদের”।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি