Connect with us

আন্তর্জাতিক ফুটবল

নতুন রেকর্ডের দোরগোড়ায় বার্সেলোনা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই মরশুমে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। একটানা সাতটি ম্যাচ জিতে এখন লা লিগার টেবিল শীর্ষে জায়গা করে নিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট বেশি পেয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ২১।

বৃহস্পতিবার রাতে এই মরশুমে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারা গেটাফের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। বার্সার ছন্দ দেখে গোটা ফুটবল দুনিয়া জানত খুব সহজেই জয় পাবে তারা। কিন্তু এদিনই বরং বেশ কিছুটা কঠিন ম্যাচ খেলতে হয় বার্সেলোনাকে। ১৫ বার গোলে শট নিয়ে মাত্র একবার প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে গোলমুখ খোলে বার্সেলোনা। জুলস কাউন্ডের ভাসানো বল ক্লিয়ার করতে সামান্য ভুল করেছিলেন সোরিয়ার। আর সেই সুযোগ কাজে লাগিয়েই জালে বল জড়িয়ে দেন লেয়ানডস্কি। ইতিমধ্যেই ৭টি ম্যাচে সাতটি গোল হয়ে গেছে তাঁর। অন্যদিকে এখনও পর্যন্ত বার্সেলোনার করা মোট গোল সংখ্যা ২৩। আর হজম করতে হয়েছে মাত্র ৫টি গোল।

প্রসঙ্গত ২০১৩-১৪ মরশুমে প্রথম আটটি ম্যাচ জিতেছিল বার্সেলোনা। তারপর ২০১৭-১৮ তেও পরপর সাতটি ম্যাচ জিতেছিল তারা। এখন দেখায় এই মরশুমে নিজেদের নজির নিজেরাই ভাঙতে পারে কি না বার্সা।

আন্তর্জাতিক ফুটবল

কোমোকে হারিয়ে প্রথম স্থান ধরে রাখল নাপোলি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লুকাকুর একটি গোল এবং জোড়া অ্যাসিস্টে ভর করে কোমোকে ৩-১ গোলে হারিয়ে, সিরি আ’য় প্রথম স্থানে উঠে এল নাপোলি। মাত্র চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, লিগের আরেক শক্তিশালী দল জুভেন্টাস।

ম্যাচের একদম শুরুতেই প্রায় ২৫ সেকেন্ডের মাথায়, লুকাকুর বাড়ানো বল থেকে প্রথম গোলটি তুলে নেন ম্যাক্টোমিনায়। তিন ম্যাচে ইতিমধ্যেই দুটি গোল করে ফেলেছেন স্কটিশ এই ফুটবলার। এরপর কোমোও আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে। প্রথমার্ধের শেষে ৪৩ মিনিটে
গ্যাব্রিয়েল স্ট্রেফেজার গোলে সমতায় ফেরে কোমো। এই গোলটির ফলে, দীর্ঘ এক মাস পর কোন ম্যাচে গোল হজম করতে হয় নাপোলিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে গোটা নাপোলি দল। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। ম্যাচের ৮৬ মিনিটে সেই লুকাকুর ডিফেন্স চেরা পাস থেকে ম্যাচের জয়সূচক গোলটি তুলে নেন পরিবর্ত ফুটবলার হয়ে আসা ডেভিড নেরেস।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

মেসির জোড়া গোলে এমএলএস সাপোটার্স শিল্ড জয় ইন্টার মিয়ামির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে প্রায় দু মাস বাদে ইন্টার মিয়ামি দলে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোখ ধাঁধান গোলে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। এদিন ফের একবার সেরকমভাবেই জোড়া গোল করে কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে ইন্টার মিয়ামিকে সাপোটার্স শিল্ড জেতালেন মেসি।

ইন্টার মিয়ামির হয়ে এই নিয়ে দুটি কাপ জয় হল লিওনেল মেসির। তার সঙ্গে নিজের কেরিয়ারের ৪৬তম ট্রফি জয় হল তাঁর। এদিন প্রথমার্ধের শেষ দিকে পরপর দুটি গোল করে ইন্টার মিয়ামিকে জয়ের অনেক কাছে নিয়ে যান মেসি। কিন্তু ম্যাচের ৪৬ মিনিটে দিয়েগো রশি গোল করে ব্যবধান কমান কলম্বাস ক্রয়ের। তারপর ৪৮ মিনিটে মেসির পুরোন সতীর্থ লুইজ সুয়ারেজ একটি গোল করেন। কিন্তু ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পান হার্নান্দেজ। অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে একটি দুরন্ত পেনাল্টি সেভ করেন মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার, ফলে এই ম্যাচ থেকে জয় তুলে নেয় ইন্টার মিয়ামি। এই জয়ের ফলে, ঘরের মাঠে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগটিও পেয়ে গেল তারা। সেই ম্যাচ খেলতে তারা মাঠে নামবে অক্টোবর মাসের শেষের দিকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগার গত ম্যাচে ৪-২ গোলে হারের পর অবশেষে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিএসসি ইয়ং বয়েজকে ৫-০ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল হ্যান্সি ফ্লিকের দল। এর পাশাপাশি ২০২৪-২৫ মরশুমে ইউসিএলের প্রথম জয়টি তুলে নিল তারা। জোড়া গোল করেন দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। গোল পান রাফিনহা এবং ইনিগো মার্টিনেজ।

জয়ের সঙ্গে হ্যান্সি ফ্লিক, বার্সেলোনা দলের কোচ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়টি তুলে নিলেন। প্রথম ম্যাচে এএস মোনাকোর কাছে ২-১ গোলে হারের পর, দুরন্ত ফুটবল খেলে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল বার্সা। ম্যাচের শুরু থেকেই অনবদ্য ফুটবল খেলছিল দলের দুই তারকা খেলোয়াড় লামিন ইয়ামল এবং রাফিনহা। দুজনেই দুরন্ত পাসিং ফুটবল খেলে বল দেন লেওয়নডোস্কিকে। এবং ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোলটি তুলে নেন তিনি। এর পাশাপাশি ম্যাচের ৩৪ মিনিটে রাফিনহা এবং ৩৭ মিনিটি ইনিগো মার্টিনেজের গোলে প্রথমার্ধেই ৩-০ ফলাফলে এগিয়ে যান হ্যান্সি ফ্লিকের দল।

দ্বিতীয়ার্ধ শুরু থেকেই প্রথমার্ধের মতো আক্রমণ বজায় রাখে বার্সেলোনা। ফলে ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ফেলেন লেওয়ানডোস্কি। বার্সার আক্রমণে ধরাশায়ী হয়ে যায় গোটা ইয়ং বয়েজ দল। তারা একটা সুন্দর আক্রমণ থেকে গোল তুলে আনলেও সেই গোলটি অফসাইডের জন্য বাতিল করা হয়। এরপরে তাদেরই দলের খেলোয়াড় কামারার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে বার্সেলোনার। অবশেষে ৫-০ গোলে ম্যাচ জেতে বার্সেলোনা। পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষিত হন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

Continue Reading

Trending