আইএসএল

ISL 2024/25: “মায়ের পর কেউ সবথেকে বেশি ভালবাসলে সেটা মোহনবাগান”, বলছেন আশুতোষ মেহতা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার সল্টলেক স্টেডিয়ামে, শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি দল। সাম্প্রতিক ফর্মের নিরিখে দেখতে গেলে দারুন ছন্দে রয়েছে মোহনবাগান। এছাড়াও লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। উল্টোদিকে জামশেদপুর এফসি, প্রথমের দিকে ভাল শুরু করলেও, হঠাৎই ঘটে ছন্দপতন। নর্থইস্ট এবং চেন্নাই ম্যাচ মিলিয়ে মোট দশটি গোল হজম করেছে খালিদ জামিলের দল। করেছে মাত্র একটি গোল। তবে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তারই মাঝে অনুশীলন শেষে, দলের রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার আশুতোষ মেহতা তার পুরানো দলকে নিয়ে বলে গেলেন কিছু কথা।

প্র: অনেকদিন পর আপনি মাঠে ফিরলেন এবং ডুরান্ড কাপ ও আইএসএলে দরুন প্রদর্শনও করলেন। এই খেলাটাকি আপনার নিজেকে ফিরে পাওয়ার লড়াই?
আশুতোষ: আমি সবসময় ধাপে ধাপে এগোতে চেয়েছিলাম। কঠিন পরিস্থিতিতে থাকলেও উদ্দেশ্য ছিল কামব্যাক করার এবং সেটাই করেছি। তবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হল আজকের ম্যাচ। সেটা নিয়েই এখন ভাবছি।

প্র: আপনি এর আগে মোহনবাগানে খেলেছেন। বাগান সমর্থকদের অনেক ভালোবাসাও আপনি পেয়েছেন। এবারে তাদের বিপক্ষে খেলতে নামছেন সল্টলেক স্টেডিয়ামে। কেমন লাগছে?
আশুতোষ: মোহনবাগান সমর্থকদের থেকে পাওয়া ভালবাসায় আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তাদের মত ভালবাসা আমায় কেউ দেয়নি। এই দুই বছরেও তাঁরা আমায় অনেক সমর্থন করেছেন। আমি মনে করি আমার মায়ের পরে কেউ যদি আমায় খুব বেশি ভালবাসে তাহলে সেটা এই মোহনবাগান সমর্থকরাই। তবে আমি প্রফেশনাল ফুটবলার। এখন আমি জামশেদপুরের ফুটবলার এবং এই দলের হয়ে আমি নিজের সেরাটা দিতে চাই।

প্র: খালিদ জামিলের সঙ্গে জুটি বেঁধে এর আগেও খেলেছিলেন। তাই কী আবারও খালিদ স্যারের অনুরোধে জামশেদপুর ফিরে আসা?
আশুতোষ: খালিদ জামিল নিজেও প্রফেশনাল। তিনি সব সময় দলের কথা ভেবেই ফুটবলার চয়ন করেন। শুধু আমায় চেনেন বলেই যে আমি দলে এসেছি সেরমটা নয়। জামশেদপুরে সই করার আগে আমায় ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়েছিল। তারপর ডুরান্ড কাপে ভাল প্রদর্শন করার পরেই আমি দলে জায়গা পেয়েছি।

প্র: টাইগার শ্রফের সঙ্গে আপনি একসাথে অনুশীলন করতেন। এখন টাইগার শ্রফ মুম্বাইয়ের একটি দলের হয়ে ফুটবল খেলেন। তা নিয়ে আপনার কী বক্তব্য?
আশুতোষ: আমি মনে করি টাইগার শ্রফকে যদি ছয় মাশ কোনও দলের সঙ্গে অনুশীলন করিয়ে দেওয়া যায়, তাহলে সে খেলে নেবে। তার খেলার মানসিকতা, স্কিল সবটাই খুব ভাল রয়েছে। আমি নিজেও তার মধ্যে এই জিনিস গুল দেখে অবাক হয়ে গেছিলাম। তাই আমি মনে করি যদি টাইগার যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আমাদের সঙ্গে খেলে নেবেন।

প্র: ডার্বির পর আপনি নিজের সমাজমাধ্যনে মোহনবাগানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিলেন। সেটা নিয়ে কি বলবেন?
আশুতোষ: ডার্বিতে আমি সবসময় মোহনবাগানকে সমর্থন করি। তবে আজকের ম্যাচের জন্য আমি নিজের সেরাটা দিতে চাই। কিন্তু মোহনবাগান সবসময় আমার কাছে মান্যতা পায়। আমি যেই টিমেই খেলিনা কেন আমার দ্বিতীয় দল সবসময় মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version