রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী সেপ্টেম্বর মাসে, ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। তার আগে কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে ফেলেছে নওশাদ মুসার তত্ত্বাবধানে ভারতীয় দল। তবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামার আগে, তাজিকিস্তান এবং কির্গিস রিপাবলিকের বিরুদ্ধে দুটি প্রিতি ম্যাচও খেলবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। জুন মাসের ১৮ তারিখ তাজিকিস্তান এবং ২১ তারিখ কির্গিস রিপাবলিকের মুখোমুখি হবে ভারত। তার আগে ২৩ জনের ভারতীয় দলের নাম ঘোষণা করলেন এদিন ভারতের অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচ নওশাদ মুসা। যেই দলে ফিরেছেন ফরোয়ার্ড সুহেল আহমেদ ভাট, মিডফিল্ডার আয়ুশ ছেত্রী এবং ডিফেন্ডার টেকচাম অভিষেক সিং-এর মত ফুটবলার, যা নিঃসন্দেহে শক্তি বাড়বে এই অনূর্ধ্ব-২৩ দলের।
গোলরক্ষক: মহম্মদ আরবাজ, প্রিয়ান্স দুবে, সাহিল
ডিফেন্ডার: বিকাশ ইউমনাম, দিপেন্দু বিশ্বাস, মুহাম্মদ সাহীফ এপি, নিখিল বারলা, প্রামবীর, শুভম ভট্টাচার্য টেকচাম অভিষেক সিং।
মিডফিল্ডার: আয়ুশ ছেত্রী, চিঙ্গনগবাম শিভাল্ডো সিং, লালরেমটলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা নামতে, ম্যাকার্টন লুইস নিকসন, মহম্মদ আইমেন, ভিবিন মোহানান, ভিনিথ ভেঙ্কটেশ।
ফরোয়ার্ড: জোসেফ সানি, মোহাম্মদ সানান কে, পার্থিব সুন্দর গোগোই, সুহেল আহমদ ভাট, থিঙ্গুজম কোরোউ সিং।