Connect with us

NATIONS LEAGUE 2025: জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার রাতে, জার্মানিকে ২-১ গোলে হারিয়ে, ২৫ বছরের শাপমোচন করল পর্তুগাল। শেষবার ২০০০ সালে জার্মানিকে হারিয়েছিল পর্তুগাল। এদিন মিউনিখে প্রথমে ফ্লোরিয়ান ওয়ার্টজের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ফ্রান্সিসকো কনসেকাওয়ের অনবদ্য গোল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা গোলে অবশেষে ২-১ গোলে জয় পায় পর্তুগাল। পাশাপাশি নেশনস লিগের ফাইনালেও পৌঁছল রবার্তো মার্টিনেজের দল। 

এদিন মিউনিখে নেশনস লিগের সেমিফাইনালে, প্রথমার্ধে আধিপত্য বেশি ছিল জার্মানদের। তবে পর্তুগাল গোলরক্ষক দিওগো কোস্টার অসাধারণ কিছু সেভের কারণে প্রথমার্ধে গোল হজম করেনি পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় ফ্লোরিয়ান ওয়ার্টজের দুরন্ত হেডার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে পিছিয়ে পড়ার পরে, আক্রমণে ঝাঁজ বাড়াতে শুরু করেন পর্তুগিজ ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের ৬৩ মিনিটেই পরিবর্ত ফুটবলার হিসেবে আসা ফ্রান্সিসকো কনসেকাওয়ের বাঁ পায়ের অনবদ্য গোলে, সমতায় ফেরে পর্তুগাল। তার ৫ মিনিট বাদেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে অবশেষে ২-১ গোলে জয় পেয়ে, নেশনস লিগের ফাইনালে জায়গা করে নেয় পর্তুগাল। পাশাপাশি জার্মানির বিরুদ্ধে, নিজের ফুটবল ক্যারিয়ারের প্রথম জয়টিও পেলেন সিআরসেভেন। অপরদিকে এদিনের ম্যাচে শুধু জয়সূচক গোলটিই নয়, ৪০ বছর বয়সী তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এদিনের ম্যাচে গড়েছেন মোট তিন তিনটি রেকর্ড। প্রথম, আন্তর্জাতিক ফুটবলে ১৩৭তম গোলের রেকর্ড। দ্বিতীয়, কেরিয়ারের ৯৩৭তম গোলের রেকর্ড। তৃতীয়, জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা