Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

SA vs IND: দুরন্ত ব্যাটিং করার ফল পেলেন তিলক

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে আবারও জয় পেল ভারত। ফলে ২-১ এ সিরিজে এগিয়ে মেন ইন ব্লুজরা। এদিন ম্যাচে বাকি ব্যাটাররা রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করলেন তিলক বর্মা। তার ব্যাটিংয়ের দাপটের সামনে টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। যার ফলে টি-টোয়েন্টিতে আরও উপরের দিকে ব্যাটিং করতে দেখা যাবে তিলক বর্মাকে, একথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য়কুমার যাদব।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিয়মিত চার নম্বরে ব্যাট করতে নামতেন তিলক। ভারতীয় দলে আসার পরেও সেই চার নম্বরই ছিল তাঁর জায়গা। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর করা দুরন্ত ৫৬ বলে ১০৭ রানের ইনিংসের জেরে, ব্যাটিং অর্ডারে এবারে তিন নম্বর স্থানে নিজের জায়গা পাঁকা করে ফেললেন তিলক। এই জায়গায় ব্যাট করতে নামতেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিলকের দুরন্ত ব্যাটিংয়ের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে দ্বিধাবোধ করলেননা সূর্যকুমার।

বুধবার শতরানের পর ম্যাচের সেরা হয়েছেন তিলক। তাঁকে প্রশংসা করে অধিনায়ক সুর্যকুমার বলেন, “ওর খেলায় আমি খুব খুশি। গত ম্যাচের পর তিলক আমায় বলেছিল যে ওকে তিন নম্বরে নামানো যাবে কিনা। এই ম্যাচে ওকে তিন নম্বরে পাঠানোর পর আমি জানতাম যে নিজের কাজটা খুব ভালোভাবেই করবেন তিলক। এবারে দুরন্ত ব্যাটিং প্রদর্শনের ফলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেললো ও নিজেই। এবার থেকে এই জায়গায় নিয়মিত খেলবে তিলক”। তবে অধিনায়ককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিলক। তিনি বলেন, “অধিনায়ক আমায় ম্যাচ শুরুর আগে তিন নম্বরে নামার কথা জানিয়েছিলেন। এতে সমস্ত কৃতজ্ঞ প্রাপ্য অধিনায়কেরিই। তবে আমি চেষ্টা করব যত সম্ভব ছোটখাটো ভুলগুলোকে শুধরে ভাল খেলার”।

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: “অ্যাডিলেডের পিচ স্পিনারদের আদর্শ” মনে করছেন পিচ কিউরেটর দামিয়ান হাফ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে পিঙ্ক বলে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পিচে স্পিনারদের সুবিধে থাকায় হয়ত দলে ফিরতে পারেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে ভারতীয় ব্যাটারদের কাছে কঠিন হবে এই পিচে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে খেলা। তার আগে এই ম্যাচে স্পিনারদের ভূমিকা অপরিসীম সে কথা জানালেন অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ।

প্রথম টেস্টে পার্থে জসপ্রিত বুমরার অধিনায়কত্বে বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বাভাবিকই মানসিক দিক থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে কোহলি, যশস্বীরা। অপরদিকে ২০২০ সালে এই অ্যাডিলেডের মাঠেই, অধিনায়ক প্যাট কামিন্স এবং যশ হ্যাজলউডের দাপুটে বোলিংয়ের জেরে, মাত্র ৩৬ রানে অল আউট হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে সেই স্মৃতি ভুলে তারাও চাইবে ভাল প্রদর্শন করতে। তারই মাঝে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ জানিয়েছেন, “স্পিনারদের জন্য এই পিচটি হবে সবথেকে আদর্শ। ইতিহাস সাক্ষী রয়েছে অ্যাডিলেডে স্পিনাররা সবসময় সুবিধে পেয়ে থাকে”। এছাড়াও অ্যাডিলেডের আবহাওয়া নিয়ে একটু চিন্তায় রয়েছেন তিনি। দামিয়ান বলেন, “শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও আশা করছি শনিবার সকালের মধ্যে তা ঠিক হয়ে যাবে। ফলে যেটা টেস্ট ম্যাচের বাকি দিনগুলির জন্য ভাল খবর”। অপরদিকে প্রথম টেস্ট ম্যাচে জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টটি দিন-রাত্রির ম্যাচ হলেও, পুরানো কথা ভুলে ভারতের লক্ষ্য হবে জয়ের ধারাকে বজায় রাখা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।

টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।

অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: পার্থে জয়ের পরেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। বুমরাহ, কোহলি, যশস্বীদের দুরন্ত প্রদর্শনে পার্থে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। টিম ইন্ডিয়ার এই দুরন্ত প্রদর্শনে মাতোয়ারা সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারই মাঝে হঠাৎই দেশে ফিরেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর।

ভারতের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয় ভারতকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল ফল না করতে পারলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁর। যদিও অজি ভূমিতে প্রথম টেস্ট জিতে সেই সমালোচনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছে। তবে পার্থে টেস্টে জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গৌতম গম্ভীর। যা খবর তাতে পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণেই দেশে ফিরছেন তিনি। আগামী টেস্ট ম্যাচটি রয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। এই টেস্ট ম্যাচটি খেলা হবে এডিলেডে, তাও আবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। গতবারের অস্ট্রেলিয়া সফরে এই এডিলেডের মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার একটা কলঙ্ক রয়েছে টিম ইন্ডিয়ার। তবে যা খবর তাতে ডিসেম্বরের ৩ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ফলে দ্বিতীয় টেস্টে নামার আগে ২ থেকে ৩ দিন হাতে সময়ও পেয়ে যাবেন তিনি। আপাতত গম্ভীরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীরের সহকারীরাই।

Continue Reading

Trending