Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

স্টার্কের ‘দুঃস্বপ্ন’ হয়ে ফিরে এলেন রোহিত শর্মা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রোহিত শর্মার ঘোর কিছুতেই কাটছে না মিচেল স্টার্কের। সময় কেটে গেলেও দুঃস্বপ্নের মত অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে তাড়া করছেন ভারতের অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বল করতে আসেন মিচেল স্টার্ক। ক্রিজে তখন রোহিত শর্মা। এক ওভারে চারটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হজম করতে হয় স্টার্ককে। তারপর একটি ওয়াইড বল দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার। ফলে এক ওভারে ২৯ রান দিয়ে ফেলেন স্টার্ক। এরপর একটি সাক্ষাৎকারে স্টার্ক বলেছিলেন যে পাঁচটি খারাপ বল তিনি দিয়েছিলেন রোহিত শর্মাকে আর পাঁচটিতেই সুযোগের সদ্ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক। তবে এই ওভারটা যে অনেকদিন তাকে দুঃস্বপ্নের মত তাড়া করবে সে কথা জানত ক্রিকেট দুনিয়া। হলও তাই। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ফের এই একই ঘটনা ঘটল স্টার্কের সাথে।

শুক্রবার ছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচ। ক্রিজে ছিলেন লিয়াম লিভিংস্টোন। এক ওভারে মোট ২৮ রান যোগ করেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এখনো পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মিচেল স্টার্কের ক্যারিয়ারের সবথেকে বেশি রান হজম করার ওভার ছিল এটি। আর তারপর থেকেই ভারতীয় অধিনায়কের ২৯ রানের ওভারের স্মৃতি নিয়ে শুরু হয়েছে চর্চা। মজার ছলে অনেকেই বলছেন রোহিত শর্মার ভূতই এখনো তাড়া করে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ার পেসারকে।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: বিরাট কোহলির পাশে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে সমর্থকদের মনে একটাই চিন্তা। দীর্ঘদিন ব্যাটে রান নেই দলের তারকা ব্যাটার বিরাট কোহলির। যদিও এই ব্যাপারে একেবারেই চিন্তিত নন দলের হেড কোচ গৌতম গম্ভীর। ম্যাচের দু’দিন আগে সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, “কোহলিকে নিয়ে আমার মনোভাব পরিষ্কার। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। এতদিন ধরে দেশের হয়ে ভাল খেলছে। এখনও কোহলির রানের খিদে দেখে মনে হয় এই বোধহয় ওর অভিষেক হল।” তিনি আরও যোগ করেন, “আমি জানি, একটা ম্যাচে ওর বড় রান দরকার। সেটা পেলেই কোহলি ধারাবাহিকভাবে রান করতে পারবে। আমি জানি, সামনের আটটা টেস্টের দিকে ওর ভালো কিছু করার লক্ষ্য থাকবে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, “আমরা এমন দল হতে চাই যারা একদিনে ৪০০ রান করতে পারে, আবার ড্র করার জন্য ২ দিন ব্যাটিংও চালিয়ে যেতে পারে। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। যদি কোনও বিকল্পর প্রসঙ্গ আসে, তা হলে এই মানসিকতা রাখতে হবে যাতে দলের ছেলেরা দুদিন ব্যাটিং করতে পারে এবং ড্র করতে পারে। এই ক্রিকেটটাই আমরা খেলতে চাই।”

অপরদিকে সকল প্রতিপক্ষকে সমীহ করায় বিশ্বাসী গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি বলেন, “নিউজিল্যান্ড একটা আলাদা চ্যালেঞ্জ এবং আমরা সকল প্রতিপক্ষকেই সম্মান করি। এই ৩টে টেস্ট ম্যাচ আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ওদের হাই কোয়ালিটি ক্রিকেটাররা রয়েছে। কিন্তু আমরা কোনও দলকে ভয় পাই না। আমরা চাই আমাদের ক্রিকেটাররা আগ্রাসী খেলুক। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ঝুঁকি থাকে এবং আমরা সেই ঝুঁকিটা নিয়েই খেলি।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপের জন্য প্রস্তুত ভারতের ছোটরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে বসতে চলেছে ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। সোমবার ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এই প্রতিযোগিতায় ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। মোট আটটি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা। আটটি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখান থেকে প্রথম দুটি দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। গ্রুপ ‘বি’ তে ভারত ‘এ’ দলের সঙ্গে রয়েছে পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান ‘এ’, বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং হংকং।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতের ছোটরা। এরপর ২১ অক্টোবর আমিরশাহির বিরুদ্ধে এবং ২৩ অক্টোবর ওমানের বিরুদ্ধে খেলবেন তিলক-অভিষেকরা।

এক নজরে ১৫ সদস্যের ভারত-এ দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিংহ (উইকেটরক্ষক), হৃত্বিক শোকিন, রাসিক সালাম, রমনদীপ সিংহ, নিশান্ত সিন্ধু, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), নেহাল ওয়াধেরা, সাই কিশোর, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ এবং আকিব খান।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যামেরুন গ্রিন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বড় ধাক্কা অজি শবিরে! চোটের কারণে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। শোনা যাচ্ছে, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে না খেললেও খেলেছিলেন তৃতীয় ম্যাচে। সেই ম্যাচের পরে আবার পিঠে যন্ত্রণা শুরু হয় তাঁর। এবারে যা খবর তাতে পিঠে ব্যথার জন্য অন্তত ছ’মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে গ্রিনকে ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে হবে প্যাট কামিন্সদের।

নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নেওয়ার জন্য দুই দলের কাছেই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অন্যতম ভরসা ক্যামেরুন গ্রিন। ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলার পাশাপাশি নতুন বল হাতেও সমান ভূমিকা নেন তিনি। ফলে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে তাঁর ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, তাঁর সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানানো হয়েছে, “সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে পিঠে চোট লাগে ক্যামেরুন গ্রিনের। তবে এখন তার চোটের জায়গার পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। এই ধরনের চোট জোরে বোলারদের ক্ষেত্রে স্বাভাবিক। তবে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ফলে ছয় মাসের মত মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে।” ফলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার কোনো সম্ভাবনাই নেই এই তারকা অজি অলরাউন্ডারের।

Continue Reading

Trending