Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে দলে নেই মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রমণদীপ…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এবারে সেই সিরিজের মাঝপথেই বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য বিসিসিআই ঘোষণা করল ১৮ সদস্যের ভারতীয় দল। এছাড়া ৩ জন জোরে বোলারকে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে রাখা হয়েছে দলে। ইতিমধ্যেই চোট সারিয়ে উঠছিলেন তারকা পেসার মহম্মদ শামি। তবে এবারে ভারতের দলে সুযোগ পেলেন না তিনি। তার পাশাপাশিই দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও দল ঘোষণা করা হয়েছে ভারতের। নভেম্বরে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেখানে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে চারটি ম্যাচের সিরিজ খেলবে সূর্যকুমার, রিঙ্কু সিংরা।

২০২৩ বিশ্বকাপের পর, চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন মহম্মদ শামি। যদিও এই টেস্ট সিরিজের আগে তিনি নিজেকে ফিট করে তুলতে পারবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। ইতিমধ্যেই ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। শামি অবশ্য নিজেই দাবি করেছিলেন, কোনওরকম ব্যথা নেই তাঁর। তবে অস্ট্রেলিয়া সফরে শামিকে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যার ফলে তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত বাহিনী। শামির পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা জায়গা পেয়েছেন ভারতের ১৮ জন সদস্যের দলে। অলরাউন্ডার নীতীশ রেড্ডিও দলে জায়গা পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল প্রদর্শন করার সুবাদে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এছাড়াও রিজার্ভ দলে রয়েছেন আরেক জোরে বোলার মুকেশ কুমার।

ভারতের ১৮ জনের দল হল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা। এছাড়া রিজার্ভে রয়েছেন মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদরা।

একই দিনে দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও দল ঘোষণা করা হয়েছে ভারতের। সেখানে রয়েছে ৪টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। সেই দলে সুযোগ পেয়েছেন কেকেআর ক্রিকেটার রমণদীপ সিং। রয়েছেন ইমার্জিং এশিয়া কাপে ভারত “এ” দলের অধিনায়ক তিলক বর্মাও। এছাড়াও দলের অধিনায়কত্ব করবেন সুর্যকুমার যাদব। সেই সফরের জন্য ভারতের ১৫ জনের দলে রয়েছেন: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, রমণদীপ সিং, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, হার্দিক পাণ্ডিয়া, বিজয়কুমার ভিশক, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আভেশ খান, অর্শদীপ সিং এবং যশ দয়াল।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। তার পরেই রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। এবারে যা খবর তাতে প্রথম টেস্টে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবিবার নিউজিল্যান্ডের কাছে হারের পর রোহিত জানিয়েছেন ব্যক্তিগত কিছু কারণের জন্য হয়ত প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।

শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে তিনি বলেছেন যে, “এখনও পর্যন্ত আমি যেতে পারব কিনা সেটা নিশ্চিত নই”। যদিও এর আগে দ্বিতীয় সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিলেন বিরাট কোহলিও। যার ফলে শেষের তিনটি টেস্টে খেলতে পারেননি তিনি। সেবারে কোহলির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন অজিঙ্ক রাহানে এবং পরে সিরিজও জয়লাভ করেছিলেন। তবে এবারে রোহিত না খেললে ভারতের অধিনায়কত্ব করতে দেখা যাবে সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাকে। ভারতের বাইরে এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে বড় প্রশ্ন হল রোহিত যদি না খেলেন তাহলে কে আসতে পারেন তার জায়গায়? সেই জায়গায় বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণের সম্ভাবনা অনেকটাই বেশি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুই ইনিংসে ভাল খেলতে পারেননি তিনি। তবে সেখানে রান না পেলেও এই মরশুম লাল বলের ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন ঈশ্বরণ।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: মুম্বই টেস্টেও হেরে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে শেষবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দুটি টেস্ট ম্যাচই হেরেছিল ভারত। তার ২৪ বছর পরে আবারও এরমভাবে চুনকাম হতে হয় ভারতকে। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে হেরে আবারও ২৪ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া। এই টেস্টে লড়াই চালিয়ে গেছিলেন ঋষভ পন্থ। তাও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

হোয়াইটওয়াশ রুখতে মাত্র ১৪৭ রানই করতে হত ভারতকে। যেই রানটা তোলা কঠিন কাজ ছিলনা ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কাছে। কিন্তু বিশ্বসেরা ব্যাটিং হলেও, নিউজিল্যান্ড সিরিজে কোনও ব্যাটার তাঁদের সেরা ছন্দে ছিলেননা। এই সিরিজের আগের দুই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। এবারে মুম্বই টেস্টেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। মাত্র ১৪৭ রান ধাওয়া করতে এসে ভারতের ব্যাটিং থেমে যায় মাত্র ১২১ রানে। তবে লড়াই চালিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর একার করা ৬৪ রান ছাড়া বাকি কেউ রান করতেই পড়লেন না। অপরদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভুত স্পিনার অজাজ পাটেল। তাকে সামাল দিতে পারেননি ভারতের কোনও ব্যাটাররা। অপরদিকে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। একটি উইকেট পান ম্যাট হেনরিও।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দ্বিতীয় দিনের শেষে স্বস্তির নিশ্বাস ভারত শিবিরে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার মুখে পড়েছিল ভারত। তবে মুম্বই টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে রোহিতরা। দ্বিতীয় দিনে ভারতের স্পিনারদের কাছে আটকে যায় কিউয়ি ব্যাটাররা। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে রয়েছে নিউজিল্যান্ড। এগিয়ে রয়েছে ১৪৩ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ২৩৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। তবে ব্যাট করতে এসে শুভমান গিল ও ঋষভ পন্থ মিলে বড় রানের লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ভারতকে। জুটি বেঁধে তাঁরা খেলেন ৯৬ রানের ইনিংস। কিন্তু মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ৩৬ বলে দ্রুত অর্ধশত রান করে নজিরও গড়েন তিনি। তবে পন্থের আউট হওয়ার পর ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অপরদিকে ওয়াশিংটন সুন্দর খেলেন ৩৮ রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতার ফলে মাত্র ২৬৩ রান করে, ২৮ রানে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ১৭১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অপরদিকে মুম্বইয়ের ঘূর্ণিকে কাজে লাগালেন ভারতীয় বোলাররা। এই ইনিংসে নিজের ছন্দ ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। পেলেন তিনটি উইকেট। অপরদিকে চারটি উইকেট পেলেন রবীন্দ্র জাদেজাও। তবে এই মুহূর্তে ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। যার ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে বিরাট-রোহিতরা।

Continue Reading

Trending