রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে দুর্মুশ করে ফাইনালে পৌঁছে গিয়েছে আরসিবি। জয়ের নায়ক জশ হ্যাজলউড এবং সুয়াশ শর্মা। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। সেই সময় একাধিক বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। যাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কারণ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। যদিও তার আগে আইপিএলকেই প্রস্তুতির সেরা মঞ্চ বলে মনে করছেন হ্যাজলউড। আইপিএল চলাকালীন কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম কোয়ালিফায়ারের আগেই চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হ্যাজলউড। আর এই সময়টাকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাক প্রস্তুতি হিসাবে বেছে নিয়েছেন অজি তারকা পেস বোলার।