ক্রিকেট
প্রতিশোধের লক্ষ্যে ভারত
সৌরভ রায়; সেন্ট লুসিয়া, ২৩ জুন – জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। ভারতীয় সময়ে রবিবার সকালে আফগানিস্তান এই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল তথা ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সকলকে চমকে দিয়েছে। ফলে গ্রুপ ১ একেবারে ওপেন হয়ে গেছে। এই গ্রুপ থেকে তিনটি দল ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যে কেউ পরবর্তী পর্বে যেতে পারে।
আর এমন পরিস্থিতিতেই সোমবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই গ্রুপে ভারত তাঁদের প্রথম দুটি ম্যাচ জিতে তুলনামূলকভাবে ভাল জায়গায় থাকলেও, কোনও দলই এখনও সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতলে তাঁরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে যাবে। তবে ভারত যদি হেরে যায় সেক্ষেত্রে ভারতের সেমিফাইনালে যাওয়া না যাওয়া নির্ভর করবে নেট রান রেটের উপর। অস্ট্রেলিয়া যদি ভারতকে বড় ব্যবধানে হারায়, এবং আফগানিস্তান অন্য ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে সক্ষম হয়, তবে ভারতেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই ক্ষীণ হলেও অঙ্কের বিচারে সেই সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে আরও একটা অঙ্ক রয়েছে। আফগানিস্তান যেহেতু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাই এবারে মিচেল মার্শরা যদি ভারতের বিরুদ্ধে হেরে যান,এবং আফগানিস্তান অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে দেয় তবে অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তাই ভারতের কাছে সুযোগ রয়েছে শেষ ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নেওয়ার। সমস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই থাকবে।
তবে সেন্ট লুসিয়ার উইকেটে যে ভারতীয় স্পিনাররা অনেক বেশি সুবিধা পাবেন তা এখনই বলে দেওয়া যায়। এখানকার উইকেট স্পিন সহায়ক এবং দিনের বেলার ম্যাচগুলিতে স্পিনাররা অনেক বেশি সুবিধা পাচ্ছেন। ফলে ভারতীয় দলের স্পিন বিভাগের দিকে তাকালে এবং কুলদীপ যাদব যেভাবে পারফর্ম করছেন, তাতে বলাই যায় ভারত এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে। এই জায়গাটি যেহেতু সমুদ্রের একেবারে পাশে, তাই এখানে যখন তখন বৃষ্টি নামতে পারে। সে কারণে আগামীকালের ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যেহেতু দিনের বেলায় ম্যাচটি অনুষ্ঠিত হবে, তাই এখানে টসে জিতে প্রথমে ব্যাট করাটাই আদর্শজনক। তবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তখন কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: “অ্যাডিলেডের পিচ স্পিনারদের আদর্শ” মনে করছেন পিচ কিউরেটর দামিয়ান হাফ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে পিঙ্ক বলে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পিচে স্পিনারদের সুবিধে থাকায় হয়ত দলে ফিরতে পারেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে ভারতীয় ব্যাটারদের কাছে কঠিন হবে এই পিচে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে খেলা। তার আগে এই ম্যাচে স্পিনারদের ভূমিকা অপরিসীম সে কথা জানালেন অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ।
প্রথম টেস্টে পার্থে জসপ্রিত বুমরার অধিনায়কত্বে বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বাভাবিকই মানসিক দিক থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে কোহলি, যশস্বীরা। অপরদিকে ২০২০ সালে এই অ্যাডিলেডের মাঠেই, অধিনায়ক প্যাট কামিন্স এবং যশ হ্যাজলউডের দাপুটে বোলিংয়ের জেরে, মাত্র ৩৬ রানে অল আউট হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে সেই স্মৃতি ভুলে তারাও চাইবে ভাল প্রদর্শন করতে। তারই মাঝে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ জানিয়েছেন, “স্পিনারদের জন্য এই পিচটি হবে সবথেকে আদর্শ। ইতিহাস সাক্ষী রয়েছে অ্যাডিলেডে স্পিনাররা সবসময় সুবিধে পেয়ে থাকে”। এছাড়াও অ্যাডিলেডের আবহাওয়া নিয়ে একটু চিন্তায় রয়েছেন তিনি। দামিয়ান বলেন, “শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও আশা করছি শনিবার সকালের মধ্যে তা ঠিক হয়ে যাবে। ফলে যেটা টেস্ট ম্যাচের বাকি দিনগুলির জন্য ভাল খবর”। অপরদিকে প্রথম টেস্ট ম্যাচে জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টটি দিন-রাত্রির ম্যাচ হলেও, পুরানো কথা ভুলে ভারতের লক্ষ্য হবে জয়ের ধারাকে বজায় রাখা।
ক্রিকেট
ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে মহম্মদ শামির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে চুটিয়ে খেলেছেন ভারতের তারকা জোড়ে বোলার মহম্মদ শামি। এই মুহূর্তে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে রাজকোটে রয়েছেন তিনি। তবে এখন বড় প্রশ্ন হল কবে তিনি সুযোগ পাবেন ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফির দলে। খবর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়াবিজ্ঞানের পর্যবেক্ষনে রয়েছেন শামি। সেই রিপোর্ট দেখেই বোঝা যাবে কবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন তিনি।
বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে এই মুহূর্তে রাজকোটে রয়েছেন মহম্মদ শামি। টি-টোয়েন্টি ম্যাচে খেলার কারণে এই মুহূর্তে টেস্ট ম্যাচের চাপ কতটা নিতে পারবেন তিনি সেখানে একটা প্রশ্ন রয়েছেই। সেটা দেখার জন্য এনসিএ-র ট্রেনার নিশান্ত বরদলৈর কঠোর পর্যবেক্ষনে রয়েছেন তিনি। তার দেওয়া নির্দিষ্ট অনুশীলন ম্যাচের আগে বা পরে মানছেন শামি। এছাড়াও প্রধান হিসেবে বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতিন প্যাটেল রয়েছেন এই দলে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, “শামিকে পর্যবেক্ষণ করবেন এনসিএ-র দল। টেস্ট ম্যাচের জন্য কতটা শারীরিক চাপ নিতে পারছেন শামি, সেটার উপর নজর রাখবেন তারা। সেটার উপরই নির্ভর করবে, তাঁকে টেস্ট দলে ডাকা হবে কিনা”।
রঞ্জি ট্রফিতে টানা বল করার জন্য ভাবা হয়েছিল হয়ত দ্রুত অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে উড়ে যাবেন শামি। তবে শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাছাড়া জাতীয় দলে ফিরতে হলে আইসিসির তরফ থেকে ফিট হওয়ার পাশাপাশি ওজন কমানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে শামিকে। কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণে চোটের হাত থেকে শামিকে দূরে রাখতে চাইছে বোর্ড। এবারে দেখার ঘরোয়া ক্রিকেটে ভাল প্রদর্শন করে কত দ্রুত জাতীয় দলে ফেরেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।
টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।
অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি