ক্রিকেট
AUS vs IND: অস্ট্রেলিয়ায় নতুন রেকর্ড গড়লেন বুমরাহ
সৌরভ রায়, পার্থ: বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। তবে অধিনায়কত্বের পাশাপাশি নিজের চেনা ছন্দ বজায় রেখেছেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানের মধ্যে ভারতের খেলা গুটিয়ে গেলেও প্রায় একার হাতেই গোটা দলকে কামব্যাক করান বুমরাহ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে প্রায় দুরমুশ করে ছাড়েন তিনি।
প্রথম ইনিংসে মোট ১৮ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে বুমরাহ তুলে নেন ৫টি উইকেট। এই নিয়ে ১১ বার একই ইনিংসে পাঁচটি উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন বুমরাহ। আর তার সাথে সাথেই জায়গা পেলেন ইতিহাসের পাতায়। কপিল দেব, ভিনু মানকর, বিষান সিং বেদী এবং অনিল কুম্বলের পর অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব লেখা হল বুমরাহর নামে। এর সাথে সাথে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়া ক্রিকেটার হিসেবেও ইতিহাস গড়লেন তিনি। মোট ১১ টি এরকম ইনিংসের মধ্যে ৭ টি এসেছে তার দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই তালিকায় আপাতত কপিল দেবের সাথে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন বুমরাহ।