ক্রিকেট
“আমরা প্রস্তুত” : প্যাট কামিন্স
সৌরভ রায়, পার্থ: গত দশকে একবারও বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষ ২০১৪-১৫ সালে এই প্রতিযোগিতায় ভারতকে হারিয়েছিল তারা। আগামী ২২ শে নভেম্বর শুক্রবার থেকেই শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। আর এই প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজ হতে চলেছে দুই দেশের মধ্যে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এবার নিজেদের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সাংবাদিক সম্মেলনে এদিন কামিন্স বলেন, “ঘরের মাঠে খেললে বাড়তি চাপ থাকেই। ভারত শক্তিশালী দল। তাই লড়াইটা ভালোই জমবে। বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারা নিঃসন্দেহে দারুন খুশির খবর হবে। তবে আবারও বলছি ভারতকে হাল্কা ছলে নেওয়া যাবে না। ওরা শক্তিশালী দল, যদিও আমরাও ওদের মোকাবিলা করতে প্রস্তুত।”
প্রসঙ্গত বহু দশকের মধ্যে বোধহয় প্রথমবার দুই দলেরই অধিনায়কত্ব করতে চলেছেন দুই পেস বোলার। একদিকে যেমন অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স, অন্যদিকে তেমনি রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে ফের যোগ দিতে চলেছেন রোহিত শর্মা।