রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লিডসে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে দারুন ছন্দে দেখা গিয়েছে ভারতীয় টপ অর্ডারদের। প্রথম ইনিংসে পন্থের সেঞ্চুরির পর, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও সেঞ্চুরি হাঁকিয়েছেন কেএল রাহুলও। কিন্তু টপ অর্ডার সাফল্য এনে দিলেও, ভারতকে চিন্তায় রাখবে তাদের মিডল এবং লোয়ার অর্ডার। টানা দুই ইনিংসে রান করতে ব্যর্থ হয়েছেন জাদেজা, শার্দুল ঠাকুররা। কিন্তু রাহুল-পন্থ আউট হওয়ার পর, মাত্র ৩১ রানেই ভারত খুইয়েছে ৬টি উইকেট। যেই কারণে ৩৬৪ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান।
দুই ইনিংসে ৫টা সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবুও এই ম্যাচটি জিততে হলে যথেষ্ট কাঠখড় পড়াতে হবে ভারতীয় বোলারদের। বিদেশের মাটিতে বহুবার পরিত্রাতার ভূমিকায় ধরা দিয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জোরে বোলার জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসেও ৫টি উইকেট নিয়েছেন তিনি। এবারও তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে শুধু একা বুমরাহ নয়, জিততে হলে তার সঙ্গ দিতে হবে সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকেও। অপরদিকে ঘরের মাঠে ইংল্যান্ডও চেষ্টা চালাবে শেষ দিনে ম্যাচ জিততে।