রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সাদা বলের ক্রিকেট শেষ হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হবে লাল বলের মহাযুদ্ধ। যেখানে আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এবারে সেই টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে, বৃহস্পতিবার ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম টেস্ট ম্যাচটি হতে চলেছে হেডিংলেতে।
দল ঘোষণার পাশাপাশি বেশ কিছু চমক রয়েছে এই ইংল্যান্ড দলে। যেমন প্রথম টেস্টে সুযোগ পেয়েছেন জেমি ওভার্টন এবং জেকব বেথেল। ঠিক তেমনই গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায়, প্রথম টেস্টে অনিশ্চিত গাস আটকিনসন। এদিকে চোট সারিয়ে দলে ফিরেছেন ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স। ইংল্যান্ডের ঘোষিত দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জস টং, ক্রস ওকস।